ওয়ানডে অভিষেকে পাকিস্তানের জয়ের নায়ক নাওয়াজ

ছবি: অভিষেকে ম্যান অব দা ম্যাচ হাসান নাওয়াজ, ফাইল ফটো

পাকিস্তানের জয়ে বড় অবদান রাখেন হাসান নাওয়াজ ও হুসাইন তালাত। অভিষেক ওয়ানডেতে ৫৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে দলকে জেতান নাওয়াজ। অন্য প্রান্তে তালাত খেলেন ৩৭ বলে ৪১ রানের ইনিংস। শেষ দিকে এই জুটি মাত্র ৭০ বলে ১০৪ রানের জুটি গড়ে জয় এনে দেন দলকে।
৬ বছর পর পাকিস্তানকে হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ
৭ ঘন্টা আগে
২৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ওপেনার সাইম আইয়ুবকে (৫) হারায় পাকিস্তান। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক (২৯) বিদায় নেন। তিনে নামা বাবর আজম ইনিংস বড় করতে পারেননি, করেন ৪৭ রান। অধিনায়ক মোহাম্মাদ রিজওয়ান করেন ৫৩ রান, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তিনিও আউট হয়ে যান।
রিজওয়ান আউট হওয়ার সময় পাকিস্তানের দরকার ছিল ১২.৪ ওভারে ১০১ রান। সেখান থেকে দায়িত্ব নেন নাওয়াজ ও তালাত। শুরুতে ধীরগতিতে খেললেও পরে রানের গতি বাড়ান দুজন। বিশেষ করে চেইজের এক ওভারে ছক্কা মারার পর আত্মবিশ্বাস ফিরে পান নাওয়াজ।

শেষ দিকে নাটকীয় এক মুহূর্তে জীবন পান নাওয়াজ। জেইডেন সিলসের ডেলিভারিতে সহজ ক্যাচ ফেলেন গুড়াকেশ মোতি। তখন প্রয়োজন ছিল ৩.১ ওভারে ২৮ রান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
সালমানের ওপর বিশ্বাস আছে হেসনের
৯ আগস্ট ২৫
শেষদিকে শামার জোসেফের করা ওভারে ছক্কা ও চারে ম্যাচ শেষ করেন নাওয়াজ। ওয়ানডে অভিষেকে ম্যাচ-সেরা হন এই তরুণ ব্যাটার। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে একই মাঠে, রবিবার।
এর আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে করে ২৮০ রান। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন এভিন লুইস (৬০), শাই হোপ (৫৫) ও রস্টন চেইজ (৫৩)। শেষ দিকে মোতি ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহ বাড়ান।
পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্ব দেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। আফ্রিদি নেন চার উইকেট, নাসিম তিনটি। স্পিন বিভাগে সহায়তা করেন সুফিয়ান মুকিম, সালমান আলী আঘা ও সাইম আইয়ুব।