
অ্যাশেজের আগে নিজেদের সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড
অস্ট্রেলিয়া সফরে গিয়ে এবার আর কোনো রাজ্য দল বা স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড। ঐতিহাসিক অ্যাশেজের আগে নিজেদের ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সের সঙ্গেই লড়বে বেন স্টোকসের দল। এটিই হবে অ্যাশেজ যুদ্ধের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ।