প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

আন্তর্জাতিক
প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার
কেশভ মহারাজ ও ডেভিড মিলার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা এবং কেশভ মহারাজকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

এই সফরের টি-টোয়েন্টি দলেই এই তিন অভিজ্ঞ ক্রিকেটারকে ফিরিয়েছে প্রোটিয়ারা। প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে মার্কো জানসেন আঙুলের চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন। আর পেসার লিজাড উইলিয়ামস গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরেছেন। অস্ট্রেলিয়া সিরিজের সর্বশেষ দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে।

অজিদের বিপক্ষে খাল হয়নি কাগিসো রাবাদার। তিনি ডান পায়ের গোড়ালির চোটে পড়েছিলেন। তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরেছেন। জায়গা ধরে রেখেছেন বাঁহাতি পেসার কিউনা মাফাকা ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ২০২২ সালে এই দুই দলের লড়াইয়ে ওয়ানডে সিরিজ ১-১ ড্র হলেও।

টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। ওয়ানডে দলের নেতৃত্বে টেম্বা বাভুমা থাকলেও তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও এক ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল বাভুমাকে।

ওয়ানডে স্কোয়াড-

টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুত্তুস্বামী, লুঙ্গি এনগিদি, লুহান ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও ট্রিস্টিয়ান স্টাবস।

টি-টোয়েন্টি স্কোয়াড-

এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ডেনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুত্তুস্বামী, লুঙ্গি এনগিডি, লুহান ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

আরো পড়ুন: সাউথ আফ্রিকা