ভারতের আর কোনো অনুরোধ মানবে না পাকিস্তান

ছবি: ফাইল ছবি

সবশেষ কয়েক বছরে আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টের খেললেও নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবার। এমনকি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে নিরপেক্ষ ভেন্যুতেও দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা আলোচনা হয়েছে। যদিও এসব কিছুই ফলপ্রসূ হয়নি।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা জানালেন নাকভি
২৪ জুলাই ২৫
পেহেলগামের ঘটনার পর সেটা যে আর এগোচ্ছে না তা নিশ্চিতই ছিল। ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেয়ায় ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেল। শুধু ক্রিকেট নয় অন্য কোনো স্পোর্টসেও বহুদলীয় টুর্নামেন্ট ছাড়া ভারতে খেলার অনুমতি পাবে না পাকিস্তান। এসব নিয়ে অবশ্য খুব বেশি মাথা ব্যথা নেই পিসিবির। বরং এখন থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে আলোচনা করতে চায় তারা।

লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবির চেয়ারম্যান নাকভি বলেন, ‘আমার মনে হয় আমরা খুবই স্পষ্ট যে যখনই কোনো আলোচনার সুযোগ হবে, তা ভারতের সঙ্গে সমান অধিকারভিত্তিতে হবে এবং আর কোনো অনুরোধের ভিত্তিতে আলোচনার সময় নেই। ওই সময় শেষ হয়ে গেছে। এখন থেকে যা হবে তা পুরোপুরি সমতার ভিত্তিতে হবে।’
‘বাবরকে নিয়ে এমন মন্তব্য করলে হারিসকে বেত দিয়ে পেটানো উচিত’
২৭ আগস্ট ২৫
২০২৪ সালের ডিসেম্বরের সাউথ আফ্রিকা সফরের পর থেকেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। টানা কয়েক সিরিজে জায়গা না পাওয়ার পরও ধারণা করা হচ্ছিল অভিজ্ঞতা বিবেচনায় এশিয়া কাপে ডাকা হবে তাদের। যদিও শেষ পর্যন্ত রিজওয়ান ও বাবরের মতো ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে তরুণদের উপর ভরসা রেখেছেন মাইক হেসন ও নির্বাচক প্যানেল। নাকভি জানান, কাউকে দলে নেয়া কিংবা বাদ দেয়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা নেই।
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘প্রথমত, কাউকে দলে নেয়া কিংবা বাদ দেয়ার ক্ষেত্রে আমার এক শতাংশও ভূমিকা নেই। আমাদের একটা নির্বাচক এবং উপদেষ্টা প্যানেল আছে। তারা এক সঙ্গে বসে কয়েক দফায় লম্বা মিটিং করে দল নির্বাচন করেছে। অবশ্যই, তারা যদি দল নির্বাচন করে তাহলে সেটার উপর আমার পুরো আস্থা আছে। তারা খুবই পেশাদার এবং আমি তাদের বলে দিয়েছি যোগ্যতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও।’