
সবধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের
বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা ক্লাবগুলোর। বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাবগুলো।
বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা ক্লাবগুলোর। বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাবগুলো।
ইয়াসির আলী রাব্বির হাফ সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ঢাকাকে পাঁচ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকা করল চট্টগ্রাম। সাত ম্যাচে পাঁচটি জয় তাদের। অপরদিকে সাত ম্যাচে তিনটিতে জয় নিয়ে ঢাকা অবস্থান করছে তালিকার তিন নম্বরে।
জাতীয় ক্রিকেট লিগে বরিশাল এবং রাজশাহীর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম ইনিংসে ইফতেখার হোসেন ইফতির হাফ সেঞ্চুরিতে বরিশাল ১৮ ওভারে পাঁচ উইকেটে ১৪০ রান করলেও পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করার সুযোগ পায়নি রাজশাহী।
ম্যাচ জিততে ২৪ বলে ঢাকা মেট্রোর প্রয়োজন ৫৭ রান, হাতে ৫ উইকেট। ব্যাটিংয়ে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মাহফুজুর রহমান রাব্বি। যদিও তাদের দুজনের জুটি হয়ে উঠতে দেননি জিয়াউর রহমান। ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে এসেই ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলা অঙ্কনকে ফেরান ডানহাতি এই পেসার। ঢাকা মেট্রো অধিনায়ক আউট হওয়ার একটু পর ফিরেছেন মাহফুজুরও। শেষ ওভারে বোলিংয়ে এসে খুলনা বিভাগের জয়টা নিশ্চিত করেছেন জিয়াউর।
জাতীয় ক্রিকেট লিগে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে সিলেটকে ৯৯ রানে হারিয়েছে চট্টগ্রাম। ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল চট্টগ্রাম। অপরদিকে ছয় ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে থাকল সিলেট।
৭৪ বলে সেঞ্চুরি, ১০৩ বলে দুইশ আর হ্যাটট্রিক ছক্কা মেরে ১৩২ বলে ছুঁয়েছেন তিনশ। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন সৃষ্টি করেছেন হারজাস সিং। ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে বাঁহাতি ব্যাটারের ৩১৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৭৪ রান তোলে ওয়েস্টার্ন সাবার্বস। সিডনি ক্রিকেট ক্লাবকে ২৮৭ আটকে দিয়ে সহজেই ম্যাচ জিতে নিয়েছে হারজাসে ওয়েস্টার্ন।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গে নামটা জুড়ে গেছে সাদমান ইসলামের। গায়ে টেস্ট ব্যাটারের তকমা সেঁটে গেলেও টি-টোয়েন্টিতে চমক দেখালেন বাঁহাতি এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে পেয়েছেন ২০ ওভারের ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সাদমানের সেঞ্চুরির সঙ্গে মাহফিজুল ইসলাম রবিনের হাফ সেঞ্চুরি। তাদের দুজনের ১৭৭ রানের উদ্বোধনী জুটিতেই ১৯৭ রানের পুঁজি পেয়েছে ঢাকা মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুরকে চার উইকেটে হারিয়েছে রাজশাহী। সাব্বির হোসেন-এস এম মেহরবদের দারুণ বোলিংয়ের পর শাকির হোসেন শুভ্রর হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে রাজশাহী। আবু হাসিমের হ্যাটট্রিকেও পরাজয় এড়াতে পারেনি রংপুর। মৌসুমে এটি রাজশাহীর দ্বিতীয় জয়। পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে দলটি।
৪ ওভারে ৩৮ রান খরচায় সৈকত আলীর উইকেট নিয়েছিলেন নাসির হোসেন। বোলিংয়ে এক উইকেট নিলেও ব্যাটিংয়ে প্রত্যাশিতভাবে পারফর্ম করেছে তিনি। হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে ২ ছক্কা ও চারটি চারে ৩২ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস। নাসিরের এমন ব্যাটিংয়ের সঙ্গে জাহিদ জাভেদের ৩৯, আকবর আলীর ১৪ বলে অপরাজিত ২৬ রানে ইনিংসে ৫ উইকেটের জয় পেয়েছে রংপুর বিভাগ।
হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেনের ঝড়ো ইনিংসের ম্যাচে মাত্র ১৫ ওভারে চার উইকেটে ২০০ রান তোলে রাজশাহী। সিলেটের বোলারদের রীতিমতো তুলোধুনো করার এই ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে রংপুর বিভাগকে ৩ রানে নাটকীয়ভাবে হারিয়েছে খুলনা বিভাগ। এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৯ রান করেছিল খুলনা। জবাবে নেমে রংপুর করতে পেরেছে ৬ উইকেটে ১৪৬। অথচ এক সময় মনে হচ্ছিল বড় ব্যধানেই জিততে যাচ্ছে রংপুর।
মেহেদী হাসান রানার অসাধারণ বোলিং এবং মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে বরিশালকে আট উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। চার ম্যাচে এটি চট্টগ্রামের তৃতীয় জয়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে দলটি। অপরদিকে বরিশাল আছে একদম তলানীতে।