বাংলাদেশ সফরের দলে থাকা ২ ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান শাহীনস
চলতি মাসেই পাকিস্তান জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে আসছেন আহমেদ দানিয়াল ও সালমান মির্জা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফেরার পরই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তারা দুজন। অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টপ অ্যান্ড টি–টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান শাহীনসের স্কোয়াডেও আছেন দানিয়াল ও সালমান।