
দেশে ফিরলেন নাহিদ-রিশাদ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগতি করা হয়েছে আইপিএল। আইপিএলের বাকি এখনও ১৬টি ম্যাচ। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আবারও শুরু হলে কমে যেতে পারে ভেন্যু সংখ্যা। এরই মধ্যে তিনটি ভেন্যু শর্টলিস্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদটি খালিই পড়ে আছে। এরই মধ্যে নতুন কোচ খুঁজতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আবেদন করা কোচদের মধ্য থেকে কয়েকজনের ৬ জনের নাম বেছে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন ও পাকিস্তানের সাবেক সহকারী কোচ আজহার মাহমুদ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুটি ফাইনালই হয়েছে ইংল্যান্ডে। এর মধ্যে ২০২১ সালে সাউদাম্পটনের রোজ বোল মাঠে অনুষ্ঠিত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর ২০২৩ সালে ওভালে আয়োজন করা হয় টেস্টের শ্রেষ্ঠত্বের এই লড়াই। কদিন পরে আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে।
ভারত যখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় তখন রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন কঠিন পরিস্থিতিতে বিসিবি যথাযথ সাহায্য করায় সভাপতি ফারুক আহমেদ ও শাহরিয়ার নাফিসকে ধন্যবাদ দিয়েছেন রিশাদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। তবে তারা রাওয়ালপিন্ডি ছাড়ার একটু পরই পাকিস্তানে হামলা চালায় ভারত। এমন খবরে ভয় পেয়েছিলেন রিশাদ। তবে কোনো প্রকার ঝামেলা ছাড়া দুবাইয়ে পৌঁছাতে পারায় স্বস্তি ফিরে পেয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দেশে ফিরে আসছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ তৎপরতায় কাল (১০ মে) বাংলাদেশে ফিরে আসছেন তারা দুজন।
প্রতিশোধ নিতে একের পর এক হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সংঘাতের জেরে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের বাকি অংশ। এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতের কারণে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে সিরিজটি বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। বাতিল না হলেও পিছিয়ে যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও সুপার নিউজ।
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে পিসিবি। একই পথে হেঁটে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। তবে পাকিস্তানকে আগেই কথা দেয়ায় ভারতকে না করে দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।
ভারত ও পাকিস্তানের সংঘাতের ফলে ভয়টা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারুক আহমেদের বোর্ডের চেষ্টায় বিশেষ বিমানে রাতে দুবাই নিয়ে যাওয়া হচ্ছে রিশাদ ও নাহিদকে।
শঙ্কা থাকলেও অল্প বৃষ্টির পর প্রায় এক ঘণ্টা দেরিতে মাঠে গড়িয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি। যদিও ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচটি শেষ হতে পারেনি ফ্লাডলাইট বিভ্রাটের কারণে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে ভিন্ন এক পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে।