সূর্যকুমারের পারফরম্যান্স টেনে ভারতকে খোঁচা বাজিদের

আন্তর্জাতিক
সূর্যকুমারের পারফরম্যান্স টেনে পাকিস্তানকে খোঁচা বাজিদের
সূর্যকুমার যাদব
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে যাচ্ছে ভারত। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে মাঠে নামার আগে এই ভারতীয় ব্যাটারের নাম নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাজিদ খান।

অন্য দলগুলোর বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কেন যেন ব্যাট করাই ভুলে যান ভারতের এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১২.৮০ গড় ও ১১৮.৫১ স্ট্রাইক রেটে রান করতে পেরেছেন সূর্যকুমার।

পাকিস্তানের বিপক্ষে তার নামের পাশে কেবল ৬৪ রান, সর্বোচ্চ ১৮। আর এমন পারফরম্যান্স নিয়েই খোঁচা দিয়েছেন বাজিদ। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার মনে করেন পাকিস্তানের পেস আক্রমণের কারণেই সফল হতে পারেন না সূর্যকুমার।

তিনি বলেছেন, 'সূর্যকুমার প্রায় সবার বিপক্ষেই রান করে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে কোনোভাবে সে এখন পর্যন্ত কার্যকর হতে পারেনি। সেটা হোক (পাকিস্তানের) পেস আক্রমণ বা অন্য কোনো কারণে, এই সমস্যাটা রয়ে গেছে।'

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই বিশ্ব আসরের পরই অবসরে যান রোহিত। এরপর ভারত টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেয় সূর্যকুমারের কাঁধে। এর আগে বিভিন্ন সিরিজে নেতৃত্ব দিলেও এবারই প্রথম বহুজাতিক কোনো টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার।

এশিয়া কাপে একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর দুই দল একে অপরের বিপক্ষে মাঠে নামবে। দ্বিতীয় পর্বে আরও একবার দেখা হওয়ার সম্ভাবনা আছে এই দুই দলের। আর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে। এবার দেখার বিষয় অতীত পারফরম্যান্সের গ্লানি পেছনে ফেলতে পারেন কিনা সূর্যকুমার।

আরো পড়ুন: এশিয়া কাপ