এক মাস আগেই ‘পুরোনো ঘর’ রাজস্থানে ফিরতে চেয়েছিলেন জাদেজা
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
জল্পনার মাঝেই নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস। আলোচনায় থাকা সাঞ্জু স্যামসনকে অধিনায়ক করছে না দলটি। আগের দুই মৌসুমের হতাশার পরও দলের নেতৃত্ব থাকছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধেই।
কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলায় যখন ভারত জয়ের লক্ষ্যে নামবে, তখন হাসপাতালে থাকতে হবে অধিনায়ক শুভমান গিলকে। ঘাড়ের সমস্যার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে আর মাঠে ফিরতে পারবেন না তিনি। স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের মিনি নিলামকে সামনে রেখে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেইন ও রিলিজ তালিকা জমা দিয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে। সব দলই ১৫ নভেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার চেয়ে ১২২ রানে পিছিয়ে ছিল ভারত, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু মাত্র ছয় ঘণ্টার নাটকীয় ক্রিকেটে সবকিছু ওলট-পালট হয়ে যায়। শুভমান গিলের দল গুটিয়ে যায় মাত্র ১৮৯ রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারাও। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের নিলাম। দুবাই ও জেদ্দার পর টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে নিলাম হতে যাচ্ছে। নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া ছেড়ে দিয়েছে আর কাকে রেখে দিয়েছে সেই তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকায় আছেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনরা।
মুহাম্মদ রোহিদ খানকে চার মেরে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী। একটু পর মুহাম্মদ আরফানের অফ স্টাম্পের বাইরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরে বাঁহাতি এই ওপেনার করেছেন। ৩২ বলে সেঞ্চুরি পাওয়া সূর্যবংশী পুরো ম্যাচ জুড়ে তাণ্ডব চালিয়ে খেলেছেন ৪২ বলে ১৪৪ রানের ইনিংস। সূর্যবংশীর এমন তাণ্ডবের দিনে সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দলের বিপক্ষে ২০ ওভারে ২৯৭ রানের পুঁজি পেয়েছে ভারত ‘এ’ দল।
চলতি বছরের ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আইপিএলের আগামী আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে ১৫ নভেম্বর দুপুর তিনটার মধ্যে রিটেইন ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে অন্তত ২৬ জন ক্রিকেটারকে ছেড়ে দেবে।
উইকেটে ঘাসের ছোঁয়া থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজার সঙ্গে একাদশে রাখা হয়েছে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে। দুই পেসারকে নিয়ে খেলতে নামলেও শেষ পর্যন্ত তারা দুজনই সফরকারীদের গুঁড়িয়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। বিশেষ করে জসপ্রিত বুমরাহ ছিলেন দুর্দান্ত। ডানহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র ১৫৯ রানে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৩৭ রান তুলেছে ভারত।
আইপিএলে নিজের খেলা সবশেষ তিন আসরের সবকটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন টিম সাউদি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের গত দুই আসরে সুযোগ মেলেনি নিউজিল্যান্ডের সাবেক পেসারের। তবে আগামী মৌসুমের আগে আবারও আইপিএলে ফিরলেন তিনি। যদিও ২০২৬ আইপিএলে কলকাতার বোলিং কোচ হিসেবে দেখা যাবে সাউদিকে।
ভারতীয় স্পিনার কুলদীপ যাদব নভেম্বরের শেষ সপ্তাহে নিজের বিয়ের জন্য ছুটি চেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারত–সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে।
এসএ টোয়েন্টিতে আরও বেশি ভারতীয় ক্রিকেটারকে দেখতে চান টুর্নামেন্টের কমিশনার গ্রায়েম স্মিথ। এই ব্যাপারে তারা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও নিশ্চিত করেছেন সাউথ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। এখন পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে এই লিগে খেলেছেন সাবেক ব্যাটার দিনেশ কার্তিক। যিনি গত আসরে পার্ল রয়্যালসের হয়ে মাঠে নামেন।