গত বছরের মার্চে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে শামি। আইপিএলে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া এবং ফিটনেস সমস্যা থাকায় ইংল্যান্ড সফরের টেস্ট দলেও জায়গা হয়নি তার। এরপর থেকে নির্বাচকদের বিবেচনায়ও ছিলেন না তিনি।
তবে ঘরোয়া ক্রিকেটে নিজের কার্যকারিতা নতুন করে প্রমাণ করেছেন ৩৫ বছর বয়সী এই পেসার। চলমান বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে চার ম্যাচে আট উইকেট নিয়েছেন শামি। তার ইকোনমি ছিল ৫.৫৩, যা ওয়ানডে ফরম্যাটে যথেষ্ট কার্যকর বলেই বিবেচিত হচ্ছে।
জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা রয়েছে এই সিরিজে। সেই প্রেক্ষাপটে শামির অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স তাকে দলে ফেরার দৌড়ে এগিয়ে দিয়েছে। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আর্শদীপ সিং ও হর্ষিত রানাকেও ওয়ানডে সিরিজে না রাখার চিন্তাভাবনা চলছে।
এদিকে শ্রেয়াস আইয়ারকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি। সেন্টার অব এক্সেলেন্স এখনো তাকে খেলার ছাড়পত্র দেয়নি। অস্ট্রেলিয়ায় ফিল্ডিং করার সময় প্লিহা চোটে পড়েছিলেন তিনি। ফলে বিজয় হাজারে ট্রফি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, দুটিতেই তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
অন্যদিকে, মুম্বাইয়ের হয়ে গোয়ার বিপক্ষে ম্যাচ খেলেছেন ইয়াশভি জায়সাওয়াল। অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিসের কারণে তাকে বিজয় হাজারে ট্রফিতে বিশ্রাম দেয়া হয়েছিল। মাঠে ফেরায় ওয়ানডে দলে তার অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।