ভারতের প্রথম টেস্টের দলে হার্শিত
জাতীয় দলের স্কোয়াডে না থাকলেও ভারত ‘এ’ দলের হয়ে খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন হার্শিত রানা। ‘এ’ দলের সিরিজ শেষ হলেও এখনই ইংল্যান্ড থেকে ফেরা হচ্ছে না তাঁর। কয়েকজন ক্রিকেটারের হালকা চোট থাকায় ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দলে যুক্ত করা হয়েছে হার্শিতকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।