লর্ডস টেস্টের আগে ডিউক বল নিয়ে চিন্তিত ভারত

উইকেটের পর ভারতীয় দলের উল্লাস, ফাইল ফটো
লর্ডসে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। অ্যান্ডারসন- টেন্ডুলকার নামক এই সিরিজে দুই দলই বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। এজবাস্টনে ৩৩৬ রানের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল। সিরিজে এগিয়ে যেতে মুখিয়ে শুভমান গিলরা।

promotional_ad

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান ভারত দলের সহ-অধিনায়ক ঋষভ পান্ত। যদিও ডিউক বলের মান নিয়ে অসন্তোষ রয়েছে ভারতীয় দলে, এমনটাও জানান তিনি।


আরো পড়ুন

বুমরাহ এই যুগের মহাতারকা: ওয়াসিম আকরাম

২ সেপ্টেম্বর ২৫
জসপ্রিত বুমরাহ ও ওয়াসিম আকরাম

পান্ত বলেন, 'এই বলটার আকার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আগে কখনও এমন দেখিনি। ক্রিকেটারদের কাছে এই বিষয়টা অত্যন্ত বিরক্তিকর। প্রতিটি বল আলাদা ভাবে খেলতে হয়।'


'কখনও কখনও বলটা বেশি নরম হয়ে যাচ্ছে। আবার বল পাল্টালে অন্য রকম হচ্ছে। ফলে ব্যাটারদের সমানে মানিয়ে নিতে হচ্ছে। আমার মনে হয় না ক্রিকেটের জন্য এটা ভালো।'


promotional_ad

এ ছাড়াও দলে জসপ্রিত বুমরাহর ফেরা বড় স্বস্তি দিচ্ছে ভারতীয় দলকে। বুমরাহ ছাড়াও ভারতের হয়ে খেলতে দেখা যাবে মোহাম্মদ সিরাজ, আকাশ দিপকে। দলের বোলারদের ধারাবাহিক উন্নতি নিয়েও সন্তুষ্ট পান্ত।


আরো পড়ুন

ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করল বিসিসিআই

১৭ আগস্ট ২৫
আহত হয়ে মাঠ ছাড়ছেন ঋষভ পান্ত, ফাইল ফটো

তিনি বলেন, 'সময় যত এগোচ্ছে, আমাদের বোলারেরা তত ভালো পারফর্ম করছে। ওরা কতটা দারুণ সেটা মাঠেই দেখিয়ে দিয়েছে। ওদের জন্য আমাদের দলটাকেও ক্রমশ আরও দুর্দান্ত দেখাচ্ছে।'


এদিকে ইংল্যান্ড দলে বড় খবর জফরা আর্চারের টেস্টে ফেরা। প্রায় চার বছর পর লাল বলে খেলতে নামবেন তিনি। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও আর্চারকে ঘিরে ইতিবাচক আশায় আছেন। তবে ভারত দলে আর্চারকে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা নেই।


পান্ত বলেন, 'ব্যক্তিগত ভাবে বলতে পারি, মাঠে নামলে নিজের খেলা উপভোগ করার চেষ্টা করি। নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। কাউকে নিয়ে আলাদা করে ভাবার বিষয় নয়। হ্যাঁ, একটা ভালো লড়াই হতে পারে। আর্চারও কিন্তু বহু দিন পর টেস্ট খেলবে। তবে ও লাল বলের ক্রিকেটে ফেরায় আমি খুশি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball