গিলের ভুলে ২৫০ কোটি রুপি ক্ষতি হতে পারে ভারতের

আন্তর্জাতিক
গিলের ভুলে ২৫০ কোটি রুপি ক্ষতি হতে পারে ভারতের
ইনিংস ঘোষণার সময় শুভমান গিল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। হেডিংলি ও এজবাস্টনে প্রথম দুই টেস্টে তিনি করেছেন ৫৮৫ রান, গড় ১৪৬.২৫। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। ব্যাটিং পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বেও প্রশংসিত হয়েছেন এই ওপেনার।

এজবাস্টনে তার ২৬৯ ও ১৬১ রানের ইনিংস দুটি সিরিজে সমতা ফেরাতে বড় ভূমিকা রাখে। ৬০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩৩৬ রানে অলআউট হলে ম্যাচ জেতে ভারত। তবে এই ম্যাচেই এক 'অসতর্ক মুহূর্তে' গিল এমন কিছু করেছেন, যার খেসারত দিতে হতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)।

ভারতের দ্বিতীয় ইনিংস ঘোষণা করতে ড্রেসিংরুম থেকে সরাসরি মাঠে আসেন গিল। তখন তার গায়ে ছিল কালো রঙের নাইকির স্ট্রেচ টি-শার্ট। সমস্যা শুরু হয় এখানেই। কারণ, ভারতীয় দলের অফিশিয়াল কিট স্পন্সর অ্যাডিডাস। ফলে মাঠে থাকা অবস্থায় প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের পোশাক পরা সরাসরি চুক্তি লঙ্ঘনের শামিল।

২০২৩ সালের মে মাসে বিসিসিআইয়ের সঙ্গে অ্যাডিডাসের ২৫০ কোটি রুপির চুক্তি স্বাক্ষরিত হয়, যা বলবৎ থাকবে ২০২৮ সাল পর্যন্ত। চুক্তি অনুযায়ী জাতীয় পুরুষ, নারী এবং অনূর্ধ্ব–১৯ দলের কেউই খেলা বা খেলার সঙ্গে সংশ্লিষ্ট সময়ে অ্যাডিডাস ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করতে পারবে না।

গিল ব্যক্তিগতভাবে নাইকির শুভেচ্ছাদূত হলেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সময় তার সেই পরিচয়ের প্রকাশ ঘটানো নিয়মবিরুদ্ধ। বিসিসিআইয়ের অনুমান, গিল হয়তো তাড়াহুড়ো করে মাঠে নামায় নিয়মের কথা ভুলে গিয়েছিলেন। তবুও বিসিসিআই তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাতে পারে।

এ ঘটনায় অ্যাডিডাস চাইলে বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। এমনকি চুক্তি বাতিল করে দিতে পারে, যার ফলে ক্ষতি হতে পারে পুরো ২৫০ কোটি রুপি। চুক্তি বাতিল না করলেও ক্ষতিপূরণ দাবি করা হলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বোর্ড।

তবে ভারতের বাজার ধরে রাখতে অ্যাডিডাস হয়তো কঠোর অবস্থান নেবে না। অনেকেই মনে করছেন, তারা বিসিসিআইকে শুধু একটি সতর্কবার্তা দিয়ে বিষয়টি মিটিয়ে নিতে পারে।

আরো পড়ুন: শুভমান গিল