ডু প্লেসির চোটে কপাল খুলল জেসন রয়ের

ছবি: দ্য হান্ড্রেড

মারকুটে ব্যাটিংয়ের জন্য বেশ পরিচিত হলেও সবশেষ কয়েক বছরে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না রয়। চলতি মাসেই ৩৫ বছরে পা দেয়া ডানহাতি ওপেনার ২০২৩ সালে ওভাল ইনভিন্সিবলের হয়ে দ্য হান্ড্রেডের হয়ে শিরোপা জিতেছিলেন। যদিও সেই মৌসুমে ব্যাট হাতে ধুঁকছিলেন ইংলিশ এই ব্যাটার। ১৭.১১ গড় ও ১২৮.৩৩ স্ট্রাইক রেটে ৯ ম্যাচে ১৫৪ রান করেছিলেন রয়।
বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়
৭ জানুয়ারি ২৫
সবমিলিয়ে দ্য হান্ড্রেডে তিন মৌসুম খেলা ১৩২.০৯ স্ট্রাইক রেটে এবং ১৯.৫৫ গড়ে মাত্র ৩৯১ রান করেছেন। এমন পারফরম্যান্সের পর পরের মৌসুমে তাকে ছেড়ে দেয় ওভাল। ব্যাট হাতে পারফরম্যান্স না থাকায় ২০২৪ সালের ড্রাফটে অবিক্রিত ছিলেন ডানহাতি এই ওপেনার। যদিও অ্যান্ড্রু ফ্লিনটফের নর্দান সুপারচার্জার্স পরবর্তীতে একটা সুযোগ দিয়েছিল। তবে কাঁধের চোটে একটি ম্যাচও খেলতে পারেননি রয়।

৬৩ হাজার পাউন্ড ক্যাটাগরিতে নিবন্ধন করলেও চলতি বছরও ড্রাফটে অবিক্রিত ছিলেন তিনি। তবে সারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে ছন্দে খুঁজে পান ইংলিশ এই ব্যাটার। নতুন ভূমিকায় তিনে ব্যাটিং করে নিজের খেলা সবশেষ ১০ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যেখানে সমারসেটের বিপক্ষে ৯২ রানের ইনিংসও খেলেছেন। তবে সবশেষ পাঁচ ম্যাচে একটি মাত্র ছোঁয়া ইনিংস খেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
ডিউক বল বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ
৫৪ মিনিট আগে
টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে চলতি মৌসুমে ১৪১.৯৮ স্ট্রাইক রেটে ৩০১ রান করেছেন রয়। মূলত ডু প্লেসির চোটে কপাল খুলেছে তাঁর। সবশেষ আইপিএল থেকেই কুঁচকির চোট নিয়ে ভুগছেন ডানহাতি এই ব্যাটার। তবুও মেজর লিগের ক্রিকেটে টেক্সান সুপার কিংসের হয়ে খেলছেন ডু প্লেসি। কুঁচকির অস্ত্রোপচারের জন্য দ্য হান্ড্রেডের উইন্ডোকে বেছে নিয়েছেন সাউথ আফ্রিকান এই ব্যাটার।
ডু প্লেসির বদলি হিসেবেই সাউদার্ন ব্রেভের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন রয়। এ ছাড়া ফিন অ্যালেনের ফিটনেস নিয়েও চিন্তায় আছে ফ্র্যাঞ্চাইজিটি। মেজর লিগ ক্রিকেট খেলার সময় পায়ের চোটে পড়েছেন তিনি। যার ফলে জিম্বাবুয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন অ্যালেন। ২০২৩ সালে ব্রেভের হয়ে ৯ ইনিংসে ২৪০ রান করা ডানহাতি ব্যাটার সবশেষ মৌসুমে চোটের কারণে খেলতে পারেননি। রিটেইন করা হলেও এবারের আসরে খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।