মুস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শেখার চেষ্টা করেছি: নিশাম
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বায়নের যুগে একটি দেশের ক্রিকেটারের কাছ থেকে আরেক দেশের ক্রিকেটারের শিখে নেয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে খুব বেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেন না। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। বিদেশি লিগের সতীর্থদের নিয়মিতই তালিম দিয়ে যাচ্ছেন তিনি। তার কাছ থেকে স্লোয়ার শেখার চেষ্টা করেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামও।