যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো: সাইফউদ্দিন
১৩ মাস পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য অনেকটা আচমকাই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। শ্রীলঙ্কায় রওনা দেয়ার আগে জাতীয় দলে জায়গা পাকা করার ইচ্ছার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।