যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো: সাইফউদ্দিন

ছবি: গণমাধ্যমে কথা বলছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

গত বছর ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বলে পারফর্ম করায় ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিলেও বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন
৪ জুলাই ২৫
১৫ জনের স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকাতেও ছিল না সাইফউদ্দিনের নাম। পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব। এবার ফেরানো হলো সাইফউদ্দিনকে।
তিনি বলেন, 'প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনারা জানেন। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে। যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুর এবং চিটাগংয়ে। চেষ্টা করেছি ভালো করার। সুযোগ অবশ্যই ক্রিকেটারদের জন্য কাজে আসে।'

বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
৫১ মিনিট আগে
'ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে আমিও চেষ্টা করেছি সেরাটা দেয়ার, জানি না কতোটা পেরেছি। হয়ত নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন। আমার যেগুলো আগে ছিল। ওগুলো নিয়ে কাজ করেছি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ- এগুলো। বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সবমিলিয়ে চেষ্টা করেছি। দেখা যাক কী হয়।'
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তানজিম। তার সেই ইনিংসে সহজে জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলে পেস বোলিং অলরাউন্ডারদের সংখ্যা বেশি থাক, এমনটা চান সাইফউদ্দিনও।
ইংল্যান্ড জাতীয় দলের উদাহরণ টেনে তিনি বলেন, 'তানজিম সাকিবের গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোটো একটি ক্যামিও বাংলাদেশ দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো, দেশের জন্য ভালো।
'আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরো যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।'