ম্যাচ হেরে মিরপুরের উইকেটের সমালোচনা করলেন সালমান
প্রতিপক্ষকে কাবু করতে মিরপুরে সবসময় স্পিন-স্বর্গ বানিয়ে খেলে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—ক্রিকেটের কোন ফরম্যাটেই বদলায় না মিরপুরের উইকেটের চরিত্র। সাম্প্রতিক সময়ে সবাই যখন স্পোর্টিং উইকেটে খেলায় মহা ব্যস্ত তখন পাকিস্তানকে হারিয়ে দিতে আবারও সেই ধীরগতির উইকেটের সাহায্য নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে মিরপুরের এমন উইকেটের সমালোচনা করেছেন সালমান আলী আঘা।