নেপাল-নেদ্যারল্যান্ডসসহ ৫ দলের সঙ্গে সিরিজ খেলার আলোচনায় বিসিবি
সদ্যই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে লিটন দাসের দলের আর কোনো খেলা নেই। ভারত বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ স্থগিতের ফলে বাংলাদেশের এশিয়া কাপের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এই বিরতি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।