বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের অর্থ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দেবে বিসিবি

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট
গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুলে একটি বিমান বিদ্ধস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এই ঘটনার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এই দূর্ঘটনায় আহত ও নিহতদের উৎসর্গ করা হয়। সেই সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মাহফিলেরও আয়োজন করেছে বিসিবি।

promotional_ad

এবার সিরিজের শেষ টি-টোয়েন্টির টিকিটের অর্থ দেয়া হবে মাইলস্টোন স্কুলের ট্যাজেডিতে আহতদের চিকিৎসায়। সেই সঙ্গে অর্থ দেয়া হবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় কাজ করা 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে'।


আরো পড়ুন

এশিয়া কাপে গ্রুপ পর্বেই থামবে বাংলাদেশের যাত্রা, ভবিষ্যদ্বাণী আকাশের

২ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

বিসিবি এক বিবৃতিতে লিখেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রির পুরো আয় সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলোর প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে।'


promotional_ad



আরো পড়ুন

সেদিকউল্লাহ-ইব্রাহিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

৩ সেপ্টেম্বর ২৫
সেদিকউল্লাহ-ইব্রাহিমের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান, ফাইল ফটো

তারা আরও লিখেছে, 'শোক ও স্মৃতির এই মুহূর্তে সংহতির নিদর্শন হিসেবে, বিসিবি পুরো টিকিট আয় দুটি খাতে প্রদান করবে: সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।'


বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন এক ক্রিকেট শুধু খেলা নয় আত্মার অংশ। তাই সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বুলবুল বলেন, 'বাংলাদেশে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোক ও স্মৃতির এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। এই সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনাগুলোর শিকার পরিবার ও প্রিয়জনদের জন্য সামান্য হলেও সহানুভূতির অংশীদার হতে পেরে বিসিবি গর্বিত। আমাদের চিন্তা ও প্রার্থনা সবসময় তাদের সঙ্গেই থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball