
২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে: সালমান
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের জয়ের পর হাসান আলীর সেই উদযাপন, সবুজ জার্সির ওপর সাদা ব্লেজার, গায়ে জড়ানো জাতীয় পতাকা, আর উচ্ছ্বাসে মাঠজুড়ে দৌড়—এখনো অনেকের চোখে ভাসে। ওই টুর্নামেন্টেই তিনি তুলে নিয়েছিলেন তিন উইকেটের ফাইনাল পারফরম্যান্স, আর পুরো আসরে ছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরার স্বীকৃতি উঠেছিল তার হাতেই।