সিমন্সের চাকরি হারানোর গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন মিঠু

ছবি: ক্রিকফ্রেঞ্জি

চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে সিমন্সকে দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের অক্টোবরে দায়িত্ব নিয়েই সাউথ আফ্রিকার কাছে সিরিজ হারেন সিমন্স। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তাঁর অধীনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টেস্ট সিরিজ ড্র করে তারা। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় সফরকারীরা।
একাদশে ৪ ওপেনার ও জাকেরকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স
১২ জুলাই ২৫
ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। পরবর্তীতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি সিরিজ হার ও পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছেন লিটন দাসরা। শ্রীলঙ্কা সফরে টেস্টের শুরুটা ভালো হলেও সিরিজ হারতে হয়েছে। ওয়ানডেতে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ।

ঘরের মাঠেও পাকিস্তানের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছেন সিমন্সের শিষ্যরা। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও টানা হারের কারণে কোণঠাসা হয়ে পড়েন বাংলাদেশের প্রধান কোচ। গুঞ্জন উঠে তাকে হয়ত সরিয়ে দিতে পারে বিসিবি। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মিঠু। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এটিকে গুজব বলেছেন। এ ছাড়া এও নিশ্চিত করেছেন, সিমন্সের চাকরি হারাতে পারেন এমন কিছু জানেন না তিনি।
সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু
১২ জুলাই ২৫
এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘অন্তত আমি এ ব্যাপারে (চাকরি হারাতে যাচ্ছেন ফিল সিমন্স) জানি না। এসব হয়ত বাইরের গুজব। কারণ এখন পর্যন্ত দল ভালো খেলছে, দুইটা সিরিজ পরপর জিতেছে। আমার মনে হয় না....আপনি এটাকে পুরোপুরি গুজব বলতে পারেন।’
বর্তমানে সিমন্সের সহকারী হিসেবে কাজ করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। সিনিয়র সহকারী কোচ লিটন, তানজিদ হাসান তামিমদের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছেন। তবে ব্যাটারদের ব্যাটিংয়ে উন্নতি করতে বিদেশি কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছে বিসিবি। জানা গেছে, নতুন বিদেশি ব্যাটিং কোচ পাওয়া গেলে সালাহউদ্দিন শুধু সিমন্সকে সহায়তা করবেন এবং প্রধান কোচের পরিকল্পনায় কাজ করবেন।