৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে

এশিয়া কাপ শিরোপা
আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। কদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা। এই সভায় যদিও এশিয়া কাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এক টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।

promotional_ad

নাকভি টুইট করে লিখেছেন, 'আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি! বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।'


আরো পড়ুন

২৪-৪৮ ঘণ্টার মধ্যেই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সুচি ঘোষণা

১১ ঘন্টা আগে
এশিয়া কাপের শিরোপা, এসিসি

এশিয়া কাপের সূচি মূলত আটকে ছিল ভারতের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক উত্তেজনার কারণে। তবে ক্রিকেটের স্বার্থে সবাই এসিসির সভায় অংশ নিয়েছে। এবার জানা গেছে সম্পূর্ণ সূচি ধাপে ধাপে প্রকাশ করা হতে পারে।


promotional_ad

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এশিয়া কাপের আয়োজক। তারাই খসড়া সূচি তৈরি করছে এই টুর্নামেন্টের। সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে, তবে সামগ্রিক সময়সীমা একই থাকবে বলে ধারণা করা হচ্ছে। এসিসির সভায় বিসিসিআই জানিয়েছে তারা তাদের স্টেকহোল্ডারদের সঙ্গে কিছু চুক্তি সংক্রান্ত কিছু ঝামেলা রয়েছে।


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান

৬ জুলাই ২৫
ফাইল ছবি

সূচি ঘোষণার আগে এই বিষয়টির সমাধান করতে চায় ভারত। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেবে বিসিসিআই। তাদেরকে আনুষ্ঠানিক সহায়তা করবে এসিসি। আগেই জানানো হয়েছে এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে থাকছে ওমান।


১৯টির মতো ম্যাচ হতে পারে এই টুর্নামেন্টের। বরাবরের মতো ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ভারত ও পাকিস্তানের মধ্যকার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। একবার লিগ পর্বে, এরপর সুপার ফোর রাউন্ডে এবং দুই দল ফাইনালে উঠতে পারলে আরও একবার তারা মুখোমুখি হবে।


এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই ধরা হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball