
‘দ্বৈরথ’ ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চায় বাংলাদেশ
শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা এখন। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই এখনই প্রায় সমানে সমান। তবে কদিন আগেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি আছে। ফলে একটু বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে টাইগাররা হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে।