
ব্যাটিং ধসের পর সোবহানার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের প্রায় দুইশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরও ১৯৮ রান করেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরও ১৯৮ রান করেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপের মঞ্চে কয়েকবার দেখা হলেও ২০২৪ সালের মার্চের আগে কখনোই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। সেই সফরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যালিসা হিলি-এলিস পেরিরা। ১৮ মাস আগে খেলা সিরিজ দিয়ে বাংলাদেশকে নিয়ে হোমওয়ার্ক সেরেছে অস্ট্রেলিয়া। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে খেলতে নামার আগে এমনটাই জানিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।