২০২১ বিশ্বকাপের পর লুকিয়ে থাকতে হয়েছিল বরুনকে

ছবি: বরুন চক্রবর্তী

স্কোয়াডে সুযোগ পেয়ে শুরুর দুই ম্যাচে বেঞ্চেই ছিলেন বরুন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে খেলিয়ে উল্টো কিউইদের এলোমেলো করে দেন গম্ভীর। ৪২ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন বরুন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’
১৫ মার্চ ২৫
মাত্র তিন ম্যাচ খেলেই নিজের ছাপ দারুণভাবে রেখেছেন বরুণ। ভারতের জার্সি গায়ে তার রহস্যে মুগ্ধ করেছেন দেশবাসীকে। অথচ এই বরুণকেই ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি দেশে না ফেরার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, লোকেদের ভয়ে বাড়িতে লুকিয়েও থাকতে হয় তাকে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ছিলেন বরুন, সেই সুবাদে সুযোগ পান বিশ্বকাপ দলেও। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে উইকেটশূন্য থাকেন তিনি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে দেন ৩৩ রান।

এরপর নিউজিল্যান্ডের বিপরীতে সমান ওভারে ২৩ রান খরচ করেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে আরেক ম্যাচে ৩ ওভারে দেন ১৫ রান। ৫ ম্যাচের দুটিতে হেরে সুপার টুয়েলভ পর্ব থেকে ভারত বিদায় নেয়। সেই সময় নিয়ে বরুণ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, '২০২১ (টি-টোয়েন্টি) বিশ্বকাপের পর আমি ফোনে হুমকি পেয়েছিলাম। লোকেরা বলেছিল, "ভারতে এসো না।
যদি চেষ্টা করো, পারবে না তুমি।" লোকেরা আমার বাড়ির কাছে এসে আমাকে খুঁজে বের করত এবং মাঝেমধ্যে আমাকে লুকিয়ে থাকতে হতো। যখন আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম, তখন কিছু লোক তাদের বাইকে আমার পিছনে পিছনে আসছিল।'
পেছন ফিরে তাকিয়ে ৩৩ বছর বয়সী বরুণ আরও বলেন, 'এটা আমার জন্য অন্ধকার সময় ছিল। আমি অবসাদে ছিলাম কারণ আমার মনে হয়েছিল, সাড়া জাগিয়ে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পর নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি।'
'একটা উইকেটও না পাওয়ায় অনুতপ্ত ছিলাম। এরপর তিন বছর দলে জায়গা পাইনি। তো আমার মনে হয়, অভিষেকের পথচলার চেয়েও দলে ফেরাটা কঠিন ছিল।', যোগ করেন বরুণ।
২০২৪ সালে আবারও ভারতীয় দলে ডাক পান বরুন। গত বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতাতে অবদান রাখেন ২১ উইকেট নিয়ে। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক আসে তার। টি-টোয়েন্টি সংস্করণে নিয়মিত হয়ে পরবর্তী ১২ ম্যাচে ৩১ উইকেট নেন এই স্পিনার। টি-টোয়েন্টিতে নিয়মিত হলেও ওয়ানডেতে হুট করেই ডাক চলে আসে বরুনের। চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে অভিষেক হয় তার।