পাকিস্তানের সঙ্গে ভালো প্রতিযোগিতা হবে, বিশ্বাস জ্যোতির

বাংলাদেশ
পাকিস্তানের সঙ্গে ভালো প্রতিযোগিতা হবে, বিশ্বাস জ্যোতির
নিগার সুলতানা জ্যোতি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চার বছর পর আবার মাঠে গড়িয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর শুরু হয়েছে টুর্নামেন্টটি, তবে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সময় পেয়েছে বাংলাদেশ। কোয়ালিফায়ার পার হয়ে আসা দলটি বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যা দলকে প্রস্তুতিতে সহায়তা করেছে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। যাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও কোয়ালিফায়ারে খেলার এবং জেতার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। কোয়ালিফায়ার এবং দ্বিপাক্ষিক সিরিজেও খেলেছি। ওদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, তেমনি আমাদের সম্পর্কেও ওরা জানে। তাই ভালো একটা প্রতিযোগিতা হবে বলে মনে করি।'

প্রথম ম্যাচ থেকেই জয় তুলে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। জ্যোতির ভাষায়, 'আমরা মানসিকভাবে অনেক কাজ করেছি। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে অনেকের। তবে সেই বিশ্বাসটাই তৈরি করতে হতো। গত ১২ মাসে আমরা সেই বিশ্বাস তৈরিতে কাজ করেছি।'

বোলিং আক্রমণে বাংলাদেশ দল বেশ শক্তিশালী হলেও দলের বড় চ্যালেঞ্জ ব্যাটিং। সরল স্বীকারোক্তি দিতে কার্পণ্য করেননি অধিনায়ক নিজেই। বিশ্বকাপের আগে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষেও পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের ব্যাটাররা।

জ্যোতি বলেন, 'অনেকদিন ধরেই ব্যাটিং ছিল আমাদের দুর্বলতা। বোলিং সব সময় ভালো ছিল, ফিল্ডিংও উন্নত হয়েছে। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। সবাই বুঝেছে বিষয়টা। এরপর আমরা আলোচনা করেছি, আমরা তো পারি, তাহলে কেন পারছি না?'

সর্বশেষ ২০২২ সালের বিশ্বকাপে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ, সেই আসরে ৮ দলের মধ্যে সপ্তম হয়েছিল তারা। এবার সেই আসর থেকেই শিক্ষা নিয়ে এগোতে চায় দল। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানের জয় আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে।

তিন বিভাগেই ভালো করার কথা জানিয়ে দলের অলরাউন্ডার রাবেয়া খান বলেন, 'আমরা যেভাবে শেষ ম্যাচে জিতেছি, সবকিছু ভালোভাবে শেষ করতে পেরেছি। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং, সবদিক থেকেই। এখানে আসার পর আবহাওয়াসহ সবকিছুই ভালোভাবে যাচ্ছে। আশা করি সবকিছু দিয়ে আগামীকাল (আজ) ম্যাচটা উপভোগ করতে পারব ইনশাআল্লাহ।'

আরো পড়ুন: নিগার সুলতানা জ্যোতি