promotional_ad

মহারাজের ঘূর্ণিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে প্রোটিয়ারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
শেষ দিনে দরকার ১৪৩ রান, হাতে ছিল পাঁচ উইকেট। পিচে ছিলেন আগের দিনের দুই সেট ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা এবং কুশল মেন্ডিস। তবে লঙ্কানদের পক্ষে ফলাফল আনতে ব্যর্থ হন এই দুজন। কেশভ মহারাজের অসাধারণ স্পিনে ১০৯ রানে ম্যাচ জিতে সাউথ আফ্রিকা। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল সাউথ আফ্রিকা।

promotional_ad

অস্ট্রেলিয়াকে সরিয়ে সাউথ আফ্রিকা বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে। টেম্বা বাভুমার দলের শতকরা পয়েন্ট ৬৩.৩৩। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে জেতা অস্ট্রেলিয়ানদের পয়েন্ট ৬০.৭১। ভারত তিনে আছে শতকরা ৫৭.২৯ পয়েন্ট নিয়ে।


আরো পড়ুন

নরকিয়া-এনগিডিকে ফিরিয়ে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

১৩ জানুয়ারি ২৫
ট্রফির সঙ্গে লুঙ্গি এনগিডি, ফাইল ফটো

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে সাউথ আফ্রিকার শেষ সিরিজ পাকিস্তানের বিপক্ষে। আগামী ২৬ ডিসেম্বর ঘরের মাঠে শুরু হবে সেই সিরিজটি। এই সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করলে লর্ডসে আগামী বছরের ফাইনালে কোনও সমীকরণ ছাড়াই জায়গা করে নেবে প্রোটিয়ারা।



promotional_ad

গেবেখা টেস্টে মূলত মহারাজের সামনে ধরাশায়ী হয় শ্রীলঙ্কা। শেষ দিনে এক সেশনও টিকতে পারল না দলটি। স্কোরবোর্ডে ৩৩ রান তুলতেই শেষ পাঁচটি উইকেট হারায় তারা। শেষদিনে ধনঞ্জয়া ৫০ রান করলেও কুশল আউট হন ৪৬ রানে। ২৩৮ রানে অলআউট হয় দলটি।


আরো পড়ুন

থিকশানার হ্যাটট্রিকেও সিরিজ হার শ্রীলঙ্কার

৮ জানুয়ারি ২৫
লঙ্কানদের আরেকটি উইকেট পতনে কিউইদের উল্লাস, ফাইল ফটো

আগের দিনের দুই উইকেটের সাথে মহারাজ এ দিন নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। প্রথম ইনিংসে রায়ান রিকেলটন এবং কাইল ভেরাইনার সেঞ্চুরিতে ৩৫৮ রান করে সাউথ আফ্রিকা।



জবাবে পাথুম নিশাঙ্কার হাফ সেঞ্চুরি ও তিনটি চল্লিশউর্ধ ইনিংসে ৩২৮ রান করে শ্রীলঙ্কা। এরপর সাউথ আফ্রিকা ৩১৭ রান করলে জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্য হয় ৩৪৮ রান। এর আগে ডারবানে প্রথম টেস্টও বিশাল ব্যবধানে জিতে যাওয়ায় লঙ্কানদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সাউথ আফ্রিকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball