মহারাজের ঘূর্ণিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে প্রোটিয়ারা
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়াকে সরিয়ে সাউথ আফ্রিকা বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে। টেম্বা বাভুমার দলের শতকরা পয়েন্ট ৬৩.৩৩। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে জেতা অস্ট্রেলিয়ানদের পয়েন্ট ৬০.৭১। ভারত তিনে আছে শতকরা ৫৭.২৯ পয়েন্ট নিয়ে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে সাউথ আফ্রিকার শেষ সিরিজ পাকিস্তানের বিপক্ষে। আগামী ২৬ ডিসেম্বর ঘরের মাঠে শুরু হবে সেই সিরিজটি। এই সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করলে লর্ডসে আগামী বছরের ফাইনালে কোনও সমীকরণ ছাড়াই জায়গা করে নেবে প্রোটিয়ারা।
গেবেখা টেস্টে মূলত মহারাজের সামনে ধরাশায়ী হয় শ্রীলঙ্কা। শেষ দিনে এক সেশনও টিকতে পারল না দলটি। স্কোরবোর্ডে ৩৩ রান তুলতেই শেষ পাঁচটি উইকেট হারায় তারা। শেষদিনে ধনঞ্জয়া ৫০ রান করলেও কুশল আউট হন ৪৬ রানে। ২৩৮ রানে অলআউট হয় দলটি।
আগের দিনের দুই উইকেটের সাথে মহারাজ এ দিন নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। প্রথম ইনিংসে রায়ান রিকেলটন এবং কাইল ভেরাইনার সেঞ্চুরিতে ৩৫৮ রান করে সাউথ আফ্রিকা।
জবাবে পাথুম নিশাঙ্কার হাফ সেঞ্চুরি ও তিনটি চল্লিশউর্ধ ইনিংসে ৩২৮ রান করে শ্রীলঙ্কা। এরপর সাউথ আফ্রিকা ৩১৭ রান করলে জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্য হয় ৩৪৮ রান। এর আগে ডারবানে প্রথম টেস্টও বিশাল ব্যবধানে জিতে যাওয়ায় লঙ্কানদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সাউথ আফ্রিকা।