দেশে ফিরলেই গ্রেফতার করা হবে রানাতুঙ্গাকে

শ্রীলঙ্কা ক্রিকেট
দেশে ফিরলেই গ্রেফতার করা হবে রানাতুঙ্গাকে
অর্জুনা রানাতুঙ্গা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। শ্রীলঙ্কায় ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৯৯৬ সালে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া সেই অধিনায়কই এবার আইনি জটিলতায় পড়লেন।

খেলা ছাড়ার পর রাজনীতিতে যুক্ত হয়েছিলেন রানাতুঙ্গা। এক সময় শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। সেই সময় অর্থের বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই মামলায় তার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে।

রানাতুঙ্গার মন্ত্রিত্বকালে ধাম্মিকা একটি পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। তদন্তে উঠে এসেছে, দু’জনে মিলে সরকারি প্রক্রিয়া লঙ্ঘন করে একাধিক প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়েছেন। সোমবার ধাম্মিকাকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিন পান।

তবে দেশ ছাড়তে না পারেন, সে জন্য তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে তদন্ত কমিশন জানিয়েছে, 'অর্জুনা রানাতুঙ্গা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।'

কমিশনের দাবি অনুযায়ী, তিনি বেআইনিভাবে ২৭টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়ে প্রায় ৪৫ কোটি টাকা গ্রহণ করেছিলেন। এই দুর্নীতির ঘটনাগুলো ঘটে ২০১৭ সালে, যা দীর্ঘ তদন্তের পর প্রমাণিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতিবিরোধী অবস্থান জোরালো করে তোলে এবং এ জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়।

কমিশনের তদন্তেই ৬২ বছর বয়সী রানাতুঙ্গা দোষী সাব্যস্ত হয়েছেন। তার আরেক ভাই প্রসন্ন রানাতুঙ্গা (শ্রীলঙ্কার সাবেক পর্যটনমন্ত্রী) গত মাসেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে এবার জেলযাত্রার আশঙ্কায় পড়লেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আরো পড়ুন: অর্জুনা রানাতুঙ্গা