তবে আসরের উদ্বোধনী ম্যাচ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর স্টেডিয়ামটির কাছ থেকে আয়োজকত্ব প্রত্যাহার করা হয়। ওই ঘটনায় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল, এরপর থেকে চিন্নাস্বামীতে আর কোনো ম্যাচ আয়োজন হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, মিনি-নিলামের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আরও ১৯ জন ক্রিকেটার। এর ফলে নিলাম নিয়ে আগ্রহ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। নতুন সংযোজিত তালিকায় বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন।
এই তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেও এখনও অভিষেক না হওয়ায় তার নাম ঘিরে বাড়তি আলোচনা তৈরি হয়েছে। নিলামে তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকবে কিনা তা নিয়ে অবশ্য নিশ্চিত নয়।
আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএল মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করলে, নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।
নিলামে বিশেষ নজর থাকবে ক্যামেরন গ্রিনের দিকে। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে প্রতিযোগিতা হতে পারে বলে মনে করা হচ্ছে, যা নিলামের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।