বিপিএল • সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

NE
143/7 (20 ov)
ST

অঙ্কনের হাফ সেঞ্চুরি, জাকেরের ক্যামিওতে নোয়াখালীর ১৪৩

অঙ্কন শুরু থেকেই দেখেশুনে খেলেছেন। তিনি ৪৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর ইনিংসের শেষ ওভারে জাকের আলী ১৭ বলে ২৯ রান করে বোল্ড হয়েছেন। খালেদ পরের বলে আউট করেছেন রেজাউর রহমান রাজাকেও। তার ক্যাচ নিয়েছেন ইথান ব্রুক। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও হ্যাটট্রিক হয়নি খালেদের। তিনি ২৩ রানে ৪ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। ২০ ওভার শেষে নোয়াখালীর পুঁজি দাঁড়ায় ৭ উইকেতে ১৪৩।

জাকের-অঙ্কনের ৫০ রানের জুটি

৫ উইকেট হারানোর পর নোয়াখালীর হাল ধরেন অঙ্কন ও জাকের আলী অনিক। দুজনে ৫০ রানের জুটি গড়েন। আর তাতেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে ফেলেছে দলটি। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন জাকের।

৫ উইকেট হারিয়ে বিপদে নোয়াখালী

দলীয় পঞ্চাশে যেতে ১০.২ ওভার পর্যন্ত লেগে যায় নোয়াখালীর। সাইম আইয়ুব ভেঙেছেন অঙ্কন ও সাব্বিরের ২৯ রানের জুটি। ১৫ বলে ১৫ রান করা সাব্বির লং অনে ধরা পড়েছেন আফিফ হোসেনের হাতে।

পঞ্চাশের আগেই ৪ উইকেট নেই নোয়াখালীর

৯ রানে ৩ উইকেট হারানোর পর নোয়াখালীর ইনিংস টানার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সৈকত আলী। তারা দুজনে ৩২ রানের জুটি গড়েন। এই দুজনের জুটি ভাঙেন সাইম আইয়ুব। এই পাকিস্তানি অলরাউন্ডারকে উড়িয়ে মারতে গিয়ে নাসুম আহমেদের হাতে ক্যাচ দেন ২৯ বলে ২৪ রান করা সৈকত। এরপর উইকেটে আসেন সাব্বির হোসেন।

৯ রানে ৩ উইকেট নেই নোয়াখালীর

আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নোয়াখালী। তারা ৯ রানেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এর মধ্যে ডাবল উইকেট মেইডেন নিয়েছেন খালেদ আহমেদ। ইনিংসের প্রথম বলেই মাজ সাদাকাতকে উইকেট পেছনে ক্যাচ বানিয়ে আউট করেন মোহাম্মদ আমির। পরের ওভারে জোড়া উইকেট তুলে নেন খালেদ। দ্বিতীয় বলেই হাবিবুর রহমান সোহানকে উইকেটের পেছনে ক্যাচ বানান খালেদ। পঞ্চম বলে হায়দার আলীকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন এই টাইগার পেসার। নোয়াখালীর তিন ব্যাটারই আউট হন রানের খাতা খোলার আগেই। ৯ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলাতে এরপর উইকেটে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন। সঙ্গে অধিনায়ক সৈকত আলী।

সিলেটের ২ পরিবর্তন, নোয়াখালীর একাদশে ৩ বিদেশি

এই ম্যাচে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট। একাদশ থেকে বাদ পড়েছেন রুয়েল মিয়া ও হজরতউল্লাহ জাজাই। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নোয়াখালী। তাদের একাদশে জায়গা পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।


সিলেট একাদশ-


মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান ও সালমান ইরশাদ।


নোয়াখালী একাদশ-


হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, মুশফিক হাসান, মাজ সাদাকাত, হায়দার আলী ও জহির খান।



টসে হেরে ব্যাটিংয়ে নোয়াখালী

বিপিএলের চতুর্থ ম্যাচে মাঠে নামছে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হারের মুখ দেখেছে। ফলে দুই দলের সামনেই এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। এরই মধ্যে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।