promotional_ad

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সেঞ্চুরির পর ট্রাভিস হেডের সঙ্গে স্টিভ স্মিথের উদযাপন, এএফপি
জসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে আলতো করে ড্রাইভ করতে চেয়েছিলেন ট্রাভিস হেড। ব্যাটে-বলে হলেও এজ হয়ে উইকেটের পেছনে ঋষভ পান্তকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। হেডকে ফিরিয়ে ব্রিসবেনে ৭২ রানে বুমরাহ পেয়েছেন ৫ উইকেট।  ডানহাতি পেসারের এমন বোলিং ফিগারে দিনটা হওয়ার কথা ছিল ভারতের। তবে গ্যাবার দ্বিতীয় দিনটা ছিল পুরো উল্টো। অ্যাডিলেডের মতো ব্রিসবেনেও ভারতের ‘মাথাব্যথা’র কারণ হয়েছেন হেড। ১৬০ বলে খেলেছেন ১৫২ রানের অনবদ্য ইনিংস। হেডের মতো সেঞ্চুরি পেয়েছেন স্টিভ স্মিথও। তাদের দুজনের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে অস্ট্রেলিয়া।

promotional_ad

ব্রিসবেনে বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। যেখানে উসমান খাওয়াজা ও নাথান ম্যাকসুয়েনি মিলে তুলেছিলেন ২৮ রান। দ্বিতীয় দিনের সকালে এসে জুটি এগিয়ে নিতে পারেননি তারা  দুজন। খাওয়াজাকে ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দেন বুমরাহ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ২১ রান করা খাওয়াজা। আরেক ওপেনার ম্যাকসুয়েনিকেও নিজের শিকার বানিয়েছেন বুমরাহ। 


ভারতের তারকা পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে স্লিপে থাকা বিরাট কোহলিকে ক্যাচ দিয়েছেন ৯ রান করা ম্যাকসুয়েনি। মার্নাস ল্যাবুশেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন স্মিথ। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি নীতিশ কুমার রেড্ডি। তরুণ এই মিডিয়াম পেসারের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন ল্যাবুশেন। ছন্দে না থাকা এই ব্যাটার ফিরেছেন ১২ রানে।


promotional_ad

৭৫ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন হেড ও স্মিথ। শুরুতে একটু দেখেশুনে খেললেও পরবর্তীতে রান তোলার গতি বাড়িয়েছেন হেড। মোহাম্মদ সিরাজের ব্যাক লেংথ ডেলিভারিতে দুই রান নিয়ে ৭১ বলে হাফ সেঞ্চুরি করেছেন। আরেক ব্যাটার স্মিথ পঞ্চাশ ছুঁয়েছেন ১২৮ বলে। স্মিথ রয়েসয়ে খেললেও হেড ছিলেন আক্রমণাত্বক। ভারতের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। হেডের বিপক্ষে ইয়র্কার করতে চেয়েছিলেন বুমরাহ। তবে ডানহাতি পেসারের ডেলিভারিটি লো ফুলটস হয়ে যায়। 


সেই বলে হেড তিন রান নিয়ে ১১৫ বলে সেঞ্চুরি করেছেন। গ্যাবায় সবশেষ তিন ইনিংসে রানের খাতা খুলতে না পারা হেড অবশ্য ভারতকে পেয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন। এদিকে ভারতের বিপক্ষে টানা দুই টেস্টেই সেঞ্চুরির ছোঁয়া পেয়েছেন হেড। স্মিথের সঙ্গে দুইশ রানের জুটিও পেরিয়েছেন। স্মিথ ও হেড মিলে ভারতের বিপক্ষে দুটি দুইশ রানের জুটি গড়েছেন। তাদের চেয়ে বেশি দুইশ রানের জুটি আছে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের। একটু পর ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন স্মিথ। 


২৬ ইনিংস পর সেঞ্চুরির পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি পাওয়ার তালিকায় জো রুটের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন স্মিথ। ৪১ ইনিংসে ১০ টা সেঞ্চুরি করেছেন তিনি। সেঞ্চুরির একটু পরই অবশ্য বুমরাহর বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন স্মিথ। খেলেছেন ১০১ রানের ইনিংস। আরেক ব্যাটার হেডও ১৫২ রানে ফিরিয়েছেন বুমরাহ। শেষ বিকেলে প্যাট কামিন্স ফিরলেও ৪৫ রানে অপরাজিত অ্যালেক্স ক্যারি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball