গতির সঙ্গে আপোষ করতে চান না উমরান
এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান পেসার ধরা হতো উমরান মালিককে। গতির ঝড় তুলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তিনি। অভিষেক হয়েছিল জাতীয় দলেও। তবে ইনজুরি, ফিটনেস ও ফর্মের কারণে সেই আলোচনা খুব বেশি দিন স্থায়ী হয়নি।
এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান পেসার ধরা হতো উমরান মালিককে। গতির ঝড় তুলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তিনি। অভিষেক হয়েছিল জাতীয় দলেও। তবে ইনজুরি, ফিটনেস ও ফর্মের কারণে সেই আলোচনা খুব বেশি দিন স্থায়ী হয়নি।
২০২৫ আইপিএলের আগে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিংকু সিং, হার্শিত রানা ও রমনদীপ সিংয়ের সঙ্গে আন্দ্রে রাসেলকেও রিটেইন করে কলকাতা নাইট রাইডার্স। ১২ কোটি রুপিতে রিটেইন করলেও পরের মৌসুমেই ৩৭ বছর বয়সি অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। ২০২৬ সালের জন্য ধরে না রাখার পর নিলামের সপ্তাহ দুয়েক আগে আইপিএলকে বিদায় বলেছেন রাসেল। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জানান, তিনি হারিয়ে যেতে চাননি বলেই অবসর নিয়েছেন।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের নিলাম। দুবাই ও জেদ্দার পর টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে নিলাম হতে যাচ্ছে। নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া ছেড়ে দিয়েছে আর কাকে রেখে দিয়েছে সেই তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকায় আছেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনরা।
আইপিএলে নিজের খেলা সবশেষ তিন আসরের সবকটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন টিম সাউদি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের গত দুই আসরে সুযোগ মেলেনি নিউজিল্যান্ডের সাবেক পেসারের। তবে আগামী মৌসুমের আগে আবারও আইপিএলে ফিরলেন তিনি। যদিও ২০২৬ আইপিএলে কলকাতার বোলিং কোচ হিসেবে দেখা যাবে সাউদিকে।
কদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন অভিষেক নায়ার। তিনবারের চ্যাম্পিয়নদের সঙ্গে যুক্ত হলেন শেন ওয়াটসনও। অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার কাজ করবেন সহকারী কোচ হিসেবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা।
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে আর নবায়ন করেনি। সেই থেকেই নতুন প্রধান কোচের সন্ধানে ছিল আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ছিল আলোচনায়।
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই নতুন কোচের খোঁজে ছিল আইপিএলের দুইবারের ৩বারের শিরোপা জয়ী দলটি। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ছিল আলোচনার টেবিলে।
প্রত্যাশা মেটাতে না পারায় আইপিএলের গত আসরের মেগা নিলামের আগে ইশান কিশানকে ছাড়তে বাধ্য হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সুযোগ পেয়েই ১১ কোটি ২৫ লাখ রুপিতে বাঁহাতি উইকেটকিপার ব্যাটারকে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও এক মৌসুম পরই আবারও ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায় মুম্বাই। নিলামের আগে ট্রেডের সুযোগ নিয়ে ইশানকে দলে টানতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের পাশাপাশি ইশানে নজর আছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসেরও।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০২৪ আইপিএলে দলটির শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভারতীয় এই কোচ। দীর্ঘ ১০ বছরের শিরোপা খরা ঘুচানো এই কোচকে আর দেখা যাবে না কলকাতার ডাগ আউটে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আইপিএলে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে টানা ব্যর্থতায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১১০ রানের বিশাল ব্যবধানে হেরেছে আজিঙ্কা রাহানের দল।
আইপিএলের চলতি আসর থেকে সানরাইজার্স হায়দরাবাদের বিদায় নিশ্চিত হয়েছিল অনেক আগেই। তবে শেষ ম্যাচগুলোতে নিজেদের জাত চিনিয়েছে প্যাট কামিন্সের দল। ব্যাটিংয়ে একটানা তিন ম্যাচে দুইশ পার করেছে দলটি। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলটি করেছে তিন উইকেট ২৭৮ রান। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। তিনে নেমে হেনরিখ ক্লাসেন ৩৯ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার এবং ৯ টি ছক্কা। ম্যাচটি কলকাতা হেরেছে ১১০ রানের বিশাল ব্যবধানে।