বিসিবি জানিয়েছে, ভারতের মাটিতে টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যে উদ্বেগ জানানো হয়েছিল, সে বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। একই সঙ্গে দলের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধের প্রেক্ষিতেও আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে বিসিবি জানায়, 'আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।' পাশাপাশি তারা জানিয়েছে, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।
সম্প্রতি কিছু গণমাধ্যমে বিসিবিকে আইসিসির পক্ষ থেকে আলটিমেটাম দেয়া হয়েছে, এমন খবর প্রকাশিত হলেও তা সরাসরি নাকচ করেছে বোর্ড। বিসিবির ভাষায়, 'এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃতি বা বক্তব্যের প্রতিফলন নয়।'
আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে বিসিবি। বোর্ড বলেছে, 'গঠনমূলক ও পেশাদার পরিবেশে আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানোই আমাদের লক্ষ্য।'
বিসিবি তাদের বিবৃতিতে শেষেও স্পষ্ট করেছে, 'বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবেই বিবেচিত হবে।' টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান আলোচনায় বোর্ড এই অবস্থানেই অটল থাকবে বলে জানানো হয়েছে।