বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, বাংলাদেশকে আইসিসি

বাংলাদেশ ক্রিকেট
আইসিসির চেয়ারম্যান জয় শাহ, ফাইল ফটো
আইসিসির চেয়ারম্যান জয় শাহ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে এ নিয়ে একটি ভার্চ্যুয়াল বৈঠক হলেও, সেখান থেকে কী সিদ্ধান্ত এসেছে, তা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি সামনে আসছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ওই বৈঠকে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য দেশে সরানোর অনুরোধ আইসিসির পক্ষে গ্রহণযোগ্য নয় বলে বিসিবিকে জানানো হয়েছে। পাশাপাশি, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে- এ কথাও বলা হয়েছে বলে দাবি করেছে তারা।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়, 'বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।' এদিকে বিসিবির বক্তব্য ভিন্ন। বোর্ডের দাবি, 'আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি।'

এই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি- কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিসিবি এর আগে রোববার আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করতে বলার পরই এই বৈঠকের আয়োজন করা হয়।

বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকতে এই অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায়, এরপর মুম্বাইয়ে একটি ম্যাচ রয়েছে।

বিসিবির অবস্থানের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাও ভূমিকা রেখেছে। বোর্ডের ধারণা অনুযায়ী, ভারতে শুধু খেলোয়াড় নয়, দলের বাইরেও বাংলাদেশ থেকে অনেকে যাবেন। তাঁদের নিরাপত্তা নিয়েও শঙ্কা আছে। সেই কারণেই ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেলেও ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনড় ছিল।

এখন আইসিসি যদি সত্যিই বাংলাদেশের ম্যাচ অন্যত্র সরাতে রাজি না হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে বিসিবি কী অবস্থান নেয় এবং এই অচলাবস্থার সমাধান কীভাবে আসে, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

আরো পড়ুন: