আবারও পেছাল প্রথম বিভাগ ক্রিকেট লিগ

Cricket
আবারও পেছাল প্রথম বিভাগ ক্রিকেট লিগ
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কয়েক দফা আলোচনা করলেও লিগ বর্জন করা ক্লাবদের রাজি করাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় ১২ ক্লাবকে নিয়ে ১১ ডিসেম্বর থেকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করতে চেয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। তবে মাঠের সমস্যার কারণ তিন দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন।

গত অক্টোবরে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপসহ নানান অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে সব ধরনের ক্রিকেট লিগ বর্জন করে ৪৩টি ক্লাব। নতুন করে তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুইটি। বোর্ড গঠিত হওয়ার পরই ১৮ নভেম্বর থেকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে চেয়েছিল সিসিডিএম। গত নভেম্বরে হয়েছে দলবদলও। তবে লিগ বর্জন করা ৮টি ক্লাবের কেউই দল বদলে অংশ নেয়নি।

এমন অবস্থায় কয়েক দফা পিছিয়ে গেছে টুর্নামেন্ট শুরুর সময়। মাঝে ক্লাবগুলোর সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও প্রচেষ্টা চালিয়েছে। তবে তাদের কাউকে রাজি করাতে না পারায় ১২ দল নিয়েই শুরু করতে হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে মাঠের সমস্যায় ১১ ডিসেম্বরের পরিবর্তে নতুন করে ১৪ ডিসেম্বর থেকে লিগ আয়োজন করতে যাচ্ছে সিসিডিএম।

এ প্রসঙ্গে আদনান দীপন বলেন, ‘১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়ায় আগাম ১৪ তারিখ থেকে আমরা লিগ শুরু করছি। আজকের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’

ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করে লিগ না খেলার কথা জানিয়েছেন ক্লাবগুলো। তবে তাদের কেউই এখনো বিসিবি কিংবা সিসিডিএমকে আনুষ্ঠানিকভাবে কোন চিঠি দেয়নি। যার ফলে ২০ দলকে নিয়েই সূচি বানাচ্ছে টুর্নামেন্ট কমিটি। যেখানে রাখা হচ্ছে সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স ক্লাবকেও।

আদনান দীপন বলেন, ‘দেখুন— আমরা তো আনুষ্ঠানিকভাবে ২০টা দলই ধরে রাখব। কারণ আমরা এই ধরনের (লিগ বর্জন) মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টা দলকে নিয়েই।’

ভিন্ন আরেকটি প্রশ্নে তিনি যোগ করেন, ‘প্রথমত এ ধরনের কোন চিঠি আমরা কোন ক্লাবের কাছ থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি আমরা ২০টা ক্লাবকে নিয়ে সূচি প্রকাশ করছি। বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোন চিঠি আসেনি। মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু সভাপতির কথার উপরে...তারা লিগ খেলবে কি খেলবে না এরকম কোন নেতিবাচক চিঠি আমরা পাইনি।’

৮ ক্লাবের এখনো সাড়া না পাওয়ায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট, ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর, স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) লিগ আয়োজন করতে হবে সিসিডিএমকে। এ দিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে তারা।

আরো পড়ুন: ঢাকা প্রথম বিভাগ লিগ