আবারও স্থগিত প্রথম বিভাগ লিগ, ৭৬ ক্লাবকে ডাকছে বিসিবি ও কোয়াব

ঘরোয়া
আবারও স্থগিত প্রথম বিভাগ লিগ, ৭৬ ক্লাবকে ডাকছে বিসিবি ও কোয়াব
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
গত ১৮ নভেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে বিদ্রোহী ক্লাবগুলো রাজি করাতে না পারায় টুর্নামেন্ট পিছিয়ে নেয়া হয়েছে ২৫ নভেম্বর পর্যন্ত। এখনো সমাধান না হওয়ায় আরেক দফা পিছিয়ে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। নতুন সূচি চূড়ান্ত না হলেও সমাধানের চেষ্টা করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

অচলাবস্থা দূর করতে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও অন্যান বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কোয়াবের প্রতিনিধিরা। সবগুলো দল নিয়ে টুর্নামেন্টে আয়োজন করতে বিসিবি কর্তাদের চাপ প্রয়োগ করেছেন মোহাম্মদ মিঠুনরা। বিসিবির আমন্ত্রণে সিসিডিএমের অধীনস্থ ৭৬ ক্লাবের সঙ্গে বৈঠক করবে কোয়াব। যেখানে তাদের সঙ্গে থাকবে সিসিডিএম ও বিসিবির প্রতিনিধিরা।

প্রতিবছর হয় ২০টি ক্লাব নিয়েই প্রথম বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়। তবে গত ৫ ও ৬ নভেম্বর হওয়া দলবদলে অংশ নিয়েছে মাত্র ১২টি দল। সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স দলবদল করেনি। এসবের শুরুটা হয়েছে বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে। গত অক্টোবরে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

নির্বাচন স্থগিত না করলে নতুন বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না ঢাকার ৪৩ ক্লাব! সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেয় ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। যার অংশ হিসেবে ঢাকার প্রথম বিভাগ লিগে দলবদল করেনি ওই ৮ ক্লাব। নিজের পুরনো অবস্থানে এখনো অনড় তারা। এমন অবস্থায় ১২০ ক্রিকেটারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে গেছে।

ক্রিকেটারদের স্বার্থের কথা মাথায় রেখে সমস্যা সমাধানে এগিয়ে আসে কোয়াব। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বেশ কিছুদিন আগেই বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে দেখা করেন মিঠুন-শামসুর রহমান শুভরা। ক্লাবগুলোর সঙ্গে দেখা পরার পর বিসিবি সভাপতি বুলবুলের সঙ্গে দেখা করার কথা ছিল তাদের। কয়েক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেন তারা।

যেখানে বিসিবি ও ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে ২০ নভেম্বর নতুন একটি বৈঠক চূড়ান্ত করে কোয়াব। যদিও নির্ধারিত সূচি অনুযায়ী সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে নতুন সূচিতে আগামী ২৯ নভেম্বর ঢাকার ৭৬ ক্লাবের সঙ্গে বৈঠক করবে বিসিবি ও কোয়াবের প্রতিনিধিরা। তাদের বিশ্বাস দেশের ক্রিকেটের স্বার্থে অভিমান ভেঙে ক্লাব ক্রিকেটে ফিরবেন বিদ্রোহী ক্লাবগুলো।

আরো পড়ুন: ঢাকা প্রথম বিভাগ লিগ