বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আলোচনায় বিসিবি ভারতের খেলতে না যাওয়ার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধও আবারও জানানো হয়।
আইসিসির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। তবে বিসিবি জানিয়ে দেয়, তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।
বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। একই সঙ্গে বিষয়টির সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও পুনরায় উল্লেখ করেছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির সহ সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের অবস্থান থেকে আমরা এক ইঞ্চিও নড়ব না , ভারতে আমরা যাব না। আইসিসি কঠোর হয়নি, বাংলাদেশ ইতিবাচক স্থানে আছে।’