নতুন স্কোয়াডে ফিরেছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। রুলফ ফন ডার মারওয়ে, বাস ডি লিড, কলিন আকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আবার জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। পাশাপাশি মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-কাশেয়কেও দলে ফেরানো হয়েছে।
৪১ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার ফন ডার মারওয়ে এবং পেস বোলিং অলরাউন্ডার ডে লিড সবশেষ খেলেছেন গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনালে। একই টুর্নামেন্টে শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন টপ অর্ডার ব্যাটার লেভিট ও স্পিনিং অলরাউন্ডার কাশেয়কও।
অন্যদিকে আকারম্যান ও ফন ডার গুগটেন জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। লোগান ফন উইকের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটারদের ফেরানোয় দলের গভীরতা ও নেতৃত্বের ভারসাম্য বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে গত অগাস্ট–সেপ্টেম্বরে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে এবারের বিশ্বকাপ স্কোয়াডে নেই ৯ জন ক্রিকেটার। নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, উদ্বোধনী দিন কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।
নেদারল্যান্ডস বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-কাশেয়, লোগান ফন উইক, রুলফ ফন ডার মারওয়ে এবং টিম ফন ডার গুগটেন।