বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস ভারতের জন্যই এসেছে: আকাশ চোপড়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে অন্য ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তির্যক মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভেন্যু পরিবর্তন করতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে বিসিবির এমন কর্মে শঙ্কা প্রকাশ করেন আকাশ।

তিনি বলেন, 'বিসিবি বলেছে ভারতে বিশ্বকাপ খেলবে না। ওরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায়। বিশ্বকাপের আকি ১ মাস। লজিস্টিক দিক চিন্তা করতে এটা কঠিন এতগুলো ম্যাচের ভেন্যু বদলানো। ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ছয় মাস আগেই বলেছে যে পাকিস্তানে যাবে না। এখানে কিন্তু লজিস্টিক দিক ঠিক করার বেশি সময় নেই।'

২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির সময়ে ভারতের অবদানের কথাও তুলে ধরেন আকাশ। এই ব্যাপারে আইসিসির তখনকার সভাপতি জাগমোহন ডালমিয়ার কৃতিত্বের কথাও ফুটে ওঠে আকাশের প্রকাশিত ভিডিও বার্তায়।

তিনি আরো বলেন, 'আপনারা কী জানেন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস ভারতের জন্য এসেছে? জাগমোহন ডালমিয়া তখন অনেক ভোটই বাংলাদেশকে এনে দেয়। সে ছিল আইসিসি প্রধান। ইংল্যান্ড তখন বাংলাদেশের সঙ্গে খেলতে চাইছিল না। বাংলাদেশে তখন ভারত যায়। ওদের যে টেস্ট স্ট্যাটাস সেটা ভারতের জন্যই এসেছে।'

৪ জানুয়ারি সকালে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানায়, টুর্নামেন্টের আয়োজক সংস্থা হিসেবে তারা যেন ভারতের বাইরে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেয়।

বিসিসিআই বিস্তারিত ব্যাখ্যা না দিলেও, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবরের সঙ্গেই বিষয়টি যুক্ত। উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা।

আরো পড়ুন: