পাকিস্তানের বিপক্ষে আড়াইশও করতে পারল না ভারত
স্মৃতি মান্ধানা, প্রাতিকা রাওয়াল কিংবা হারমানপ্রীত কৌর—পাকিস্তানের বিপক্ষে ভালো শুরু পেয়েছিলেন তাদের সবাই। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। একই পথে হেঁটেছেন জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, স্নেহ রানারা। হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও ৪৬ রানে থামতে হয়েছে হারলিন দেওলকে। পেসার দিয়ানা বেগ, ফাতিমা সানা ও সাদিয়া ইকবালদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ২৪৭ রানে আটকে দিয়েছে পাকিস্তান।