এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে না গেলেও সবশেষ কয়েক বছরে তাদের সঙ্গে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ। গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ২০২৩ সালে মিরপুরে খেলেছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। যদিও এখনো পর্যন্ত ভারতের সঙ্গে সেভাবে ভালো করতে পারেননি জ্যোতিরা।
২০১৩ সালের এপ্রিলের পর এবারই প্রথম ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। সেই সফর দিয়ে জ্যোতিদের প্রায় এক যুগের আক্ষেপ ঘুচানোর সুযোগ ছিল। তবে বাংলাদেশ সিরিজের জন্য সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। এমন অবস্থায় বাংলাদেশ সিরিজটি স্থগিত করেছে বিসিসিআই। নিজেদের ব্যস্ত রাখতে ওই সময় শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলবে তারা।
২০২৬ সালের ৯ জানুয়ারি পর্দা উঠবে নারী আইপিএলের। সেই টুর্নামেন্টের চতুর্থ আসরের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২১-৩০ ডিসেম্বর দুইটি ভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে সিরিজে। প্রথম দুই টি-টোয়েন্টি বিশাখাপত্তনম এবং পরের তিন টি-টোয়েন্টি হবে থিরুভানান্থাপুরামে।
আগামী বছরের ১২ জুন ইংল্যান্ডে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবেই সিরিজটি খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিরিজটি শেষে নারী আইপিএল এবং তারপর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন স্মৃতি মান্ধানা-হারমানপ্রীত কৌররা।