ফাইনালে এক টিকিটের দাম দেড় লাখের বেশি

নারী ক্রিকেট
ফাইনালে এক টিকিটের দাম দেড় লাখের বেশি
ভায়াগোগো ওয়েবসাইটে টিকিটের দাম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জেমিমা রদ্রিগসের ১৩৪ বলে ১৪ চারে ক‍্যারিয়ারসেরা ১২৭ রানের ইনিংস খেলে মেয়েদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে ভারত। সেমিফাইনালে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া নারী দলকে উড়িয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছেন হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। নারী বিশ্বকাপে এখনো শিরোপা জিততে পারেনি ভারতের মেয়েরা। একই চিত্র সাউথ আফ্রিকার ক্ষেত্রেও।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই উঠেছেন প্রথমবার। নিজেদের ইতিহাস বদলে দিতে ভারত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে চাইবেন লরা উলভার্ট-মারিজান কাপরা। বিপরীতে ভারতের চেষ্টাও থাকবে একই। সবশেষ কয়েক বছরে মেয়েদের ক্রিকেটে ব্যাপকভাবে উন্নতি করলেও এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। ঘরের মাঠে খেলা হওয়ায় নিশ্চিতভাবে শিরোপা রেখে দিতে চাইবেন হারমানরা।

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে ভারত, এমন মুহূর্তের স্বাক্ষী হতে টিকিটের জন্য হাহাকার করছেন দেশটির সমর্থকরা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে টিকিটের জন্য লম্বা লাইন তৈরি হয়েছে। অনেকে ৩৬ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন বলেও জানা গেছে। তবে কখন টিকিট ছাড়া হবে সেটা এখনো নিশ্চিত করেনি আয়োজকরা। অফলাইনের মতো অনলাইনেও টিকিট নিয়ে কাড়াকাড়ি।

আইসিসির টুর্নামেন্টের টিকিট বিক্রি করছে বুকমাইশো। তাদের ওয়েবসাইটের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। তাদের মতো ভায়াগোগো ওয়েবসাইটেও টিকিট বিক্রি চলছে। যদিও পর্যাপ্ত টিকিট নেই কোথাও। চলতি নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিটের দাম সর্বনিম্ন ১৫০ রুপি। তবে ভায়াগোগো ওয়েবসাইটে সর্বনিম্ন টিকিটের দাম দেখানো হচ্ছে ৬ হাজার ৫০০ রুপি। যেখানে সর্বোচ্চ দাম ১ লাখ ৩০ হাজার রুপিরও বেশি।

ভিআইপি সেকশনের বি এল১ সারির টিকিটের দাম দেখানো হয়েছে ১ হাজার ৫৩৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৭ হাজার ৫১৮ টাকা। এমন অবস্থায় টিকিটের জন্য কাঠখড় পোড়াতে হচ্ছে ভারতীয় সমর্থকদের। এদিকে আইসিসির ঘোষণা অনুযায়ী, নারী বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা ৪৪ লাখ ৮০ হাজার ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৪ কোটি ৩৪ লাখের বেশি। রানার্স দল পাবে ২২.৪০ লাখ মার্কিন ডলার ( বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি টাকা)।

সাউথ আফ্রিকাকে হারিয়ে নিশ্চিতভাবেই সাড়ে ৫৪ কোটি টাকা পাওয়ার সুযোগ আছে হারমানপ্রীত-স্মৃতিদের সামনে। তবে জিততে পারলে সংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ জিতলে ছেলেদের মতো সব নারী ক্রিকেটার ও কোচিং স্টাফররা ১২৫ কোটি রুপি বোনাস পাবেন। যদিও শিরোপা জেতার আগে এমন ঘোষণা দিতে চায় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আরো পড়ুন: নারী বিশ্বকাপ