জাহানারার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল

নারী ক্রিকেট
জাহানারার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় দলের হয়ে খেলার সময় মঞ্জুরুল ইসলামের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন জাহানারা আলম! বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জাহানারা নিজেই। বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির মোকাবেলা করতে চান মঞ্জুরুল। তবে আপাতত কথা বলা থেকে বিরত থাকতে চান তিনি।

সবশেষ কয়েক মাস ধরেই বাংলাদেশের জাতীয় দলে নেই জাহানারা। টানা কয়েকটি সিরিজে না থাকায় বিসিবির যোগাযোগা করলে জানা যায়, মানসিক অবসাদের কারণে দুই মাসের ছুটিতে আছেন ডানহাতি এই পেসার। যদিও ওই সময়ে অস্ট্রেলিয়াতে ক্লাব ক্রিকেট খেলতে দেখা যায় তাকে। গত মার্চে দেশে ফেরার কথা থাকলেও এখনো অস্ট্রেলিয়াতেই আছেন জাহানারা। সেখানে বসেই নারী দলের সিন্ডিকেট নিয়ে বেশ সরব ছিলেন তিনি।

কদিন আগে নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও তুলেছিরেন জাহানারা। যদিও বিসিবি সেটাতে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে ৬ নভেম্বর (বৃহস্পতিবার) রিয়াসাদ আজিমকে দেয়া সাক্ষাৎকারে আরও বেশ কিছু স্পর্শকাতর জিনিস সামনে এনেছেন। যেখানে তিনি স্পষ্ট করে জানান, মঞ্জুরুল ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছেন।

ডানহাতি পেসারের অভিযোগের পর মঞ্জুরুলের নীরবতা প্রশ্ন তুলছে নানাদিকে। এ প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মঞ্জুরুল বলেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে।’

জাহানারা সাক্ষাৎকার দেয়ার পর বিষয়টি বিসিবির নজরেও এসেছে। এমন পরিস্থিতিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তদন্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন মঞ্জুরুল। পাশাপাশি তদন্ত কমিটির মোকাবেলা করতে চান তিনি।

এ প্রসঙ্গে মঞ্জুরুল বলেন, ‘অভিযোগের পর বিসিবি জেনেছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলোও মোকাবেলা করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।’

এ ছাড়া তিনি আরও যোগ করেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সে সময় পর্যন্ত অনুমাননির্ভর কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো।’

আরো পড়ুন: জাহানারা আলম