গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ২০২৩ সালে মিরপুরে খেলেছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। যদিও এখনো পর্যন্ত ভারতের সঙ্গে সেভাবে ভালো করতে পারেননি জ্যোতিরা। এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে না গেলেও সবশেষ কয়েক বছরে তাদের সঙ্গে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ।
২০১৩ সালের এপ্রিলের পর এবারই প্রথম ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। সেই সফর দিয়ে নিগার সুলতানা জ্যোতিদের প্রায় এক যুগের আক্ষেপ ঘুচানোর সুযোগ ছিল। যদিও সেই সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও সিরিজটি আইসিসির ভবিষ্যত সূচির অংশ।
কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছিল, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’
যদিও হিন্দুস্তান টাইমসকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একজন কর্মকর্তা বলেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।’ বাংলাদেশ সিরিজের অনুমোদন না পেলে বিকল্প আরেকটি সিরিজ আয়োজন করতে চায় তারা।
এর আগে গত আগষ্টে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত হয়েছে। নতুন সূচিতে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারত। এদিকে দুই দেশের সরকারের সম্পর্কের টানাপোড়নের মাঝেই বাংলাদেশে এসেছে ভারত ফুটবল দল।