 
        বিগ ব্যাশে খেলার অনুমতি পাচ্ছেন বাবর-রিজওয়ানরা
বিগ ব্যাশের আগামী আসরের পর্দা উঠলে ১৪ ডিসেম্বর। আসন্ন এই টুর্নামেন্টে এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যদিও তাদের বিগ ব্যাশে খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। এবার সেই ধোঁয়াশা কিছুটা হলেও কাটতে চলেছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, তাদের সবাইকেই দেয়া হচ্ছে অনাপত্তি পত্র (এনওসি)।
 
         
         
         
         
         
         
         
         
         
        