রিজওয়ানের অধিনায়কত্ব কেড়ে নেয়া ঠিক হয়নি: আমির

আন্তর্জাতিক
রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো ঠিক হয়নি: আমির
মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আমির, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাউথ আফ্রিকা সিরিজের আগে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দিয়েছে পিসিবি। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সময়টা ভালো যাচ্ছিল না রিজওয়ানের। চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলেছিল পাকিস্তান। যদিও নিউজিল্যান্ডের কাছে শিরোপা খোয়ায় তারা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে সফলতা পায়নি দলটি। গ্রুপ পর্বের তলানিতে থেকেই শেষ করতে হয়েছিল পাকিস্তানকে।

এরপর নিউজিল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। অথচ নেতৃত্বের দায়িত্ব পেয়ে শুরুতে দারুণ করেছিলেন রিজওয়ান। অস্ট্রেলিয়ায় ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেন তিনি।

জিম্বাবুয়ের মাটিতেও একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেন তিনি। এরপর সাউথ আফ্রিকায় তার নেতৃত্বে ৩-০ ব্যবধানে জিতে পাকিস্তান। অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময় ভালো না কাটলেও তার পক্ষেই বাজি ধরছেন আমির।

তিনি বলেন, 'এই মাত্র খবর পেলাম শাহীন আফ্রিদিকে ওয়ানডের অধিনায়কত্ব দেয়া হয়েছে। এটা ঠিক নাকি ভুল সেটা আপনারাই বলতে পারবেন। আমার মনে হয় রিজওয়ানের সাথে এটা ঠিক হয়নি।'

'ওয়ানডেতে রিজওয়ান বাজে অধিনায়ক না। আপনি বলতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে সিরিজ হেরেছে বা এমন কিছু। কিন্তু রিজওয়ান অস্ট্রেলিয়াতে সিরিজ জিতেছে, সাউথ আফ্রিকায় জিতেছে। অনেক বড় অধিনায়করাও সেটা করতে পারেনি। শাহীনকে অনেক তাড়াহুড়ো করে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে।'

রিজওয়ানের পরিবর্তে পাকিস্তানের ৩২তম ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহীন আফ্রিদি। রিজওয়ানকে ঠিক কী কারণে বাদ দেয়া হয়েছে সেটা জানায়নি পিসিবি। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের আগে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছিলেন আফ্রিদি। তবে কিউইদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পরই তাকে সরিয়ে দেয় পিসিবি।

এবার তাকে সহ-অধিনায়কত্ব দেয়া যেত উল্লেখ করে আমির বলেন, 'রিজওয়ান সেন্সিবল একজন অধিনায়ক। সে খেলাটা বুঝে। আপনারা চাইলে শাহীনকে সহ-অধিনায়ক বানাতে পারতেন। এরপর তার ফর্ম দেখতে পারতেন, পারফরম্যান্স মূল্যায়ন করতে পারতেন। এরপর পরের সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু রিজওয়ানকে দায়িত্ব থেকে সরানো ঠিক হয়নি।'

আরো পড়ুন: মোহাম্মদ রিজওয়ান