যথারীতি পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে আছেন শান মাসুদ। অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। তবে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে স্কোয়াড ছোট করা হবে বলে জানিয়েছেন পাকিস্তান দলের নির্বাচকরা।
বাবর-রিজওয়ানদের সঙ্গে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার শাহীন আফ্রিদিও। স্পিন বিভাগে রাখা হয়েছে নোমান আলি, সাজিদ খান, আবরার আহমেদ ও কামরান গুলামকে। সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে ১২ অক্টোবর থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দল সীমিত ওভারের সিরিজ খেলবে। ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সাদা বলের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান স্কোয়াড-
শান মাসুদ (অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলী আগা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।