তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন তাইজুল ইসলাম। রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ডও গড়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই দুর্দান্ত বোলিং করে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। এমন বোলিংয়ের পর আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় দৌড়ে মনোনয়ন পেয়েছেন তাইজুল।
মোহাম্মদ রফিককে ছাড়িয়ে যাওয়ার পর টেস্ট ক্রিকেটে লম্বা সময় বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাকিব আল হাসান। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সাকিবের চেয়ে একটু পিছিয়ে ছিলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিবকে ছুঁয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেছেন সাকিবকে। হয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফলতম টেস্ট বোলার।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখন শীর্ষে তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টেই তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। এই অর্জনের পর তাকে অভিনন্দন জানাচ্ছেন সাকিবসহ অন্যান্য সতীর্থরা।
শুক্রবার সকালে অনেকেই হয়তো ঘুম ঘুম চোখে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে চোখ রেখেছিলেন। অনেকে আড়মোড় ভাঙার আগেই ভূমিকম্প সবার হৃদয় কাঁপিয়ে দেয়। রিখটার স্কেলে যা ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। বাংলাদেশ দল তখন ফিল্ডিংয়ে। ভূমিকম্প টের পেয়ে বাংলাদেশ দলের খেলাও মিনিট তিনেকের জন্য থমকে যায়।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে পথ হারালেও তৃতীয় দিনের সকালে আয়ারল্যান্ডের হয়ে শুরুটা ভালো করেছিলেন লরকান টাকার ও স্টিফেন দোহেনি। জুটি ভাঙার সঙ্গে সফরকারীদের আটকে দেয়ার কাজটা করেছেন তাইজুল ইসলাম। ৭৬ রানে ৪ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামানোর কাজটা করেছেন বাঁহাতি এই স্পিনার। সঙ্গী ছিলেন হাসান মুরাদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদরা। সুযোগ থাকলেও আইরিশদের ফলোঅন করায়নি বাংলাদেশ। ২১১ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে ১ উইকেটে ১৫৬ রান তুলেছে বাংলাদেশ। ৩৬৭ রানের লিড নিয়ে মিরপুরে টেস্ট চালকের আসনে এখন নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন তাইজুল ইসলাম। নিলাম থেকে দল পেলেও শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাঁহাতি এই স্পিনারের। টুর্নামেন্টের মাস দেড়েক আগে তাইজুলের পরিবর্তে কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনেই ব্যাটে হাতে আলো ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। তাদের দুজনের সেঞ্চুরিতে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০১ রানে অল আউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। ব্যাটিংয়ে নেমে ১ রান তুলতেই ২ উইকেট নেই রাজশাহীর। ভিন্ন ম্যাচে জিয়াউর রহমান ও শেখ পারভেজ জীবনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান তুলেছে খুলনা বিভাগ।
অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। বিসিবির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এ ছাড়া বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি বা অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। তাইজুল এসএ-টোয়েন্টিতে খেলার জন্য এবং মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসে খেলার জন্য এনওসি চেয়েছেন বলে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির নিলাম দিয়েছিলেন ২৩ ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিদে চাহিদায় চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ১৪ জন। ৯ সেপ্টেম্বর হওয়া নিলাম থেকে অবশ্য দল পেয়েছেন মাত্র একজন। ৫ লাখ র্যান্ডে তাইজুল ইসলামকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। প্রথমবারের মতো বিপিএল ও দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বাঁহাতি এই স্পিনার।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষেই সাদা পোশাকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটার সরে দাঁড়ানোয় বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের সঙ্গে লাল বলে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাইজুল ইসলাম। হাবিবুল বাশার মনে করেন, তাদের তিনজনের যে কেউ অধিনায়ক হতে পারেন। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া, যাকেই দায়িত্ব দেয়া হোক অন্তত দুই বছরের জন্য যেন দেয়া হয়।