তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার

আইসিসির মাসসেরা
তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার
সাইমন হার্মার, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।

এই স্বীকৃতি পেতে হার্মার পেছনে ফেলেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। ভারতের মাটিতে ঐতিহাসিক ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। ২০০০ সালের পর এটি ছিল ভারতে সাউথ আফ্রিকার প্রথম টেস্ট সিরিজ জয়।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হার্মার বলেন, 'নভেম্বর মাসের আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা আমার জন্য গর্বের। দেশের হয়ে খেলাটা আমার স্বপ্ন, আর এর সঙ্গে এমন স্বীকৃতি পাওয়া বাড়তি প্রাপ্তি। এই অর্জন আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।'

পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হার্মার বলেন, 'আমার পরিবারকে এই পুরস্কার উৎসর্গ করছি। যারা আমাকে স্বপ্ন পূরণের সুযোগ করে দেয়, অনেক সময় বাড়িতে থেকে আমাকে দায়িত্ব পালন করতে দেয়।'

দুই ম্যাচের সিরিজে হার্মার নিয়েছেন মোট ১৭ উইকেট। প্রথম টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ভারতের লিড সীমিত রাখেন ৩০ রানে। দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়ে ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভারতকে ৯৩ রানে গুটিয়ে দেন, যা ২০১০ সালের পর ভারতের মাটিতে সাউথ আফ্রিকার প্রথম টেস্ট জয় নিশ্চিত করে।

দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর হয়ে ওঠেন হার্মার। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে দলকে ২৮৮ রানের লিড এনে দেন। পরে দ্বিতীয় ইনিংসে ৩৭ রান খরচায় ছয় উইকেট নিয়ে বোলিংয়ে ভারতকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে ৪০৮ রানের বড় জয় নিশ্চিত করেন।

সিরিজ শেষে ৮.৯৪ গড়ে ও ৫.৬৬ ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে সাউথ আফ্রিকাকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তুলে আনেন তিনি।

আরো পড়ুন: সাইমন হার্মার