তাইজুলের নামের পাশে ৪০০ উইকেট দেখছেন সাকিব

বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ
তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান, ফাইল ফটো
তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখন শীর্ষে তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টেই তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। এই অর্জনের পর তাকে অভিনন্দন জানাচ্ছেন সাকিবসহ অন্যান্য সতীর্থরা।

টেস্ট শুরুর সময় তাইজুলের উইকেট ছিল ২৪২টি। প্রথম ইনিংসেই ব্যবধান কমান, আর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে আউট করেই রেকর্ড নিজের করে নেন। এরপর আরও দুটি উইকেট যোগ করে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৯ উইকেটে।

সাকিব তাঁকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, 'অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।'

রেকর্ডের ধারাবাহিকতায় ২০১৩ সালে রফিককে টপকে শীর্ষে উঠেছিলেন সাকিব। দীর্ঘদিন ধরে এই রেকর্ড নিজের নামে রাখেন তিনি। তবে বর্তমান দলে দুই শ উইকেটের কাছাকাছি কেউ না থাকায় তাইজুলের রেকর্ড অনেকদিন টিকে থাকবে বলেই ধরা হচ্ছে।

শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেন, 'টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট… অভিনন্দন তাইজুল। আরও আসছে, ইনশা আল্লাহ।'

টেস্ট অধিনায়ক শান্ত এবং টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও শুভেচ্ছা জানিয়েছেন। শান্ত লিখেছেন, 'টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য অভিনন্দন তাইজুল ভাই। কী দারুণ ঐতিহাসিক অর্জন! আপনি সব সময় দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, নিজের ভূমিকা নীরবে সততার সঙ্গে নিখুঁতভাবে পালন করেছেন। আমি আপনার জন্য খুব গর্বিত। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুন।'